ওয়েব ডেস্ক: টাটা কমিউনিকেশনের সঙ্গে পার্টনারশিপে যুক্ত হয়েছে বিএসএনএল। আর এই পার্টনারশিপে দারুন সুযোগ পেতে চলেছেন BSNL ব্যবহারকারীরা। টাটা কমিউনিকেশনের সঙ্গে যুক্ত হয়ে BSNL গ্রাহকদের দিতে চলেছে ৪৪ মিলিয়ন ওয়াই-ফাই হটস্পট। শুধুমাত্র দেশেই নয়, সারা বিশ্বে। তাও আবার এই অফার শুরু হচ্ছে মাত্র ৯৯৯ টাকা থেকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন মাত্র ৯৯৯ টাকায় 4G ফোন আনছে রিলায়েন্স জিও!


এই প্রসঙ্গে BSNL চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর অনুপম শ্রীবাস্তব বললেন যে, ‘বিশ্বজুড়ে কীভাবে মোবাইল ব্যবহারকারীরা ওয়াই-ফাই ব্যবহার করবেন, তার জন্য বড় পদক্ষেপ BSNL-র। আর BSNL-ই দেশের প্রথম সার্ভিস প্রোভাইডর, যারা এই সুবিধা এনে দিতে চলেছে। গ্রাহকদের এই পরিষেবা দেওয়ার জন্য আমরা টাটা কমিউনিকেশনের সঙ্গে যুক্ত হয়েছি। যখন আমাদের গ্রাহকেরা দেশের বাইরে যেকোনও জায়গায় যাবেন, তখন যাতে তাঁরা উচ্চমানের ইন্টারনেট পরিষেবা পান, তার জন্যই এই পরিষেবার ব্যবস্থা। তাঁরা একটি নির্ধারিত খরচে আনলিমিটেড ডেটা ব্যবহার করতে পারবেন। গ্রাহকেরা BSNL মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওয়াই-ফাই অ্যাক্টিভেট করতে পারবেন।’ এই পরিষেবা ব্যবহারের জন্য গ্রাহকদের কত খরচ হবে জেনে নিন-


১) ৯৯৯ টাকায় ৩ দিন।


২) ১ হাজার ৫৯৯ টাকায় ১৫ দিন।


আরও পড়ুন ৩৬৫ দিন স্পেশাল ডেটা ভাউচারের অনুমতি দিল ট্রাই


৩) ১ হাজার ৯৯৯ টাকায় ৩০ দিন।


তিনি আরও বলেন, ‘BSNL-র গ্রাহকেরা এবার বিশ্বের যেকোনও জায়গায় নিশ্চিন্তে ওয়াই-ফাই ব্যবহার করতে পারবেন। আর বাড়ি ফিরে লম্বা বিল দেখে চমকে উঠতে হবে না। এই পরিষেবা অ্যাক্টিভেট হওয়ার পর ওয়াই-ফাই কানেক্ট করার জন্য কোনও ওয়ান টাইম পাসওয়ার্ডের প্রয়োজন হবে না।’