ওয়েব ডেস্ক: এখনও অনেকেই রিলায়েন্স জিও সিম পাননি। রিলায়েন্সের ডিজিট্যাল স্টোরে চাহিদার তুলনায় সিম না থাকায়, অনেককেই হতাশ হতে হয়েছে। কিন্তু আর হতাশার প্রয়োজন নেই। এই কয়েকটি পদ্ধতি অবলম্বন করলেই নিশ্চিত জিও সিম পেতে পারেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সিম পেতে কী কী করবেন জেনে নিন-


১) ১৮০০-২০০-২০০-২ এই নম্বরে আপনার ফোন থেকে ফোন করুন।


২) এবার একটি এসএমএস-এর জন্য অপেক্ষা করুন। এসএমএসটিতে একটি লিঙ্ক থাকবে। সেই লিঙ্কে ক্লিক করে আপনি প্লে স্টোর থেকে MyJio app ডাউনলোড করতে পারবেন।


৩) অ্যাপটি ডাউনলোড করে আপনার ফোন ইনস্টল করুন।


৪) এবার অ্যাপটি ওপেন করে 'Get Jio Sim' অপশনে ক্লিক করুন।


৫) এরপর 'Agree' and 'Get Jio Sim Offer' অপশনে ক্লিক করুন। তারপর আপনার লোকেশন সিলেক্ট করুন।


৬) লোকেশন সিলেক্ট করার পর 'Next' and get 'Offer Code'-এ ক্লিক করুন।


৭) এবার আপনি কাছাকাছি কোনও রিলায়েন্স স্টোরে গিয়ে অফার কোডটি এবং প্রয়োজনীয় তথ্য যেমন, আধার কার্ড, ছবি প্রভৃতি দিন এবং জিও সিম পেয়ে যান।