একলাফে ৬ শতাংশ জিএসটি বাড়াল কেন্দ্র, মোবাইল ফোনের দাম বাড়তে চলেছে অনেকটাই
জিএসটি বৃদ্ধির প্রভাব ব্যবসা ক্ষেত্রে পড়বে বলে মনে করছে শিল্পমহল
নিজস্ব প্রতিবেদন: একলাফে জিএসটি বাড়ল ৬ শতাংশ। এর ফলে মোবাইল ফোনের দামও বাড়বে লাফিয়ে।
শনিবার মোবাইল ফোন ও তার যন্ত্রাংশের ওপর জিএসটি ১২ শতাংশ থেকে বাড়িয়ে ১৮ শতাংশ করা কথা ঘোষণা করলেন নির্মলা সীতারমন। এর ফলে মোবাইল ফোনের দাম একলাফে অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে। দুর্বল অর্থনীতির এই সময়ে জিএসটি বাড়ানোর প্রতিবাদ করেছে পশ্চিমবঙ্গ সরকার।
আরও পড়ুন-সোমবার মধ্যপ্রদেশে আস্থাভোট চায় বিজেপি, রাজ্যপালকে চিঠি দিলেন শিবরাজ সিং
জিএসটি বৃদ্ধির প্রভাব ব্যবসা ক্ষেত্রে পড়বে বলে মনে করছে শিল্পমহল। আইসিইএ-র চেয়ারম্যান পঙ্কজ মহীন্দ্রু সংবাদমাধ্যমে বলেন, ভারতের ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্নে বাধা হয়ে দাঁড়াতে পারে ৬ শতাংশ জিএসটি বৃদ্ধি। দেশে মোবাইলের বিক্রির লক্ষমাত্রা ধরা হয়েছিল ৬ লাখ কোটি। জিএসটি বৃদ্ধির ফলে তার ২ লাখ কোটি কম হতে পারে।
আরও পড়ুন-রাজারহাটে তৈরি হচ্ছে ২টি সেন্টার, জেলায় জেলায় আইসোলেশন ওয়ার্ড : মুখ্যমন্ত্রী
অর্থমন্ত্রীকে লেখা এক চিঠিতে আইসিইএ জানিয়েছে, করোনাভাইরাসের কারণে মোবাইল হ্যান্ডসেট সরবারহে ব্যাঘাত ঘটেছে অনেকটাই। এই সময়ে মোবাইল হ্যান্ডসেটের ওপরে জিএসটি বসানো খুব একটা যুক্তিযুক্ত নয়। বছরে ভারতে মোবাইল ফোন বিক্রি হয় ৩১-৩২ কোটি। এই ব্যবসার ওপরে এর প্রভাব পড়বে।