চেয়ার বিহীন চেয়ার
চেয়ার অথচ চেয়ার নয়! অদ্ভুত লাগলেও এটাই সত্য। দুনিয়ার মেহনতি মানুষদের কথা ভেবেই এমন অভিনব ভাবনার সফল রূপ দিয়েছে `নূনি` নামক `স্টার্ট আপ` সংস্থা। মূলত কলকারখানায় কর্মরত শ্রমিকদের কাজের প্রয়োজনে বিভিন্ন শারীরিক কসরত করতে হয়। আর এই কাজ করার সময় তাঁরা অধিকাংশ সময় বসতে পারেন না। ফলে কষ্ট বাড়ে আরও অনেকটাই। যদিবা টুল বা চেয়ারের মাধ্যমে বসার ব্যবস্থা করা হয়, পর মুহূর্তেই হয়ত আরেকটি কাজের জন্য তাঁদের আসন ছেড়ে উঠতে হয়। আর তাই সুইজারল্যান্ডের সংস্থাটির এমন অভিনব চেয়ার বিহীন চেয়ারের ভাবনা। যা সবসময় শ্রমিকের দেহের সঙ্গেই যুক্ত থাকবে অথচ স্বাভাবিক চলা ফেরাতে হবে না কোনও সমস্যা। কিন্তু ব্যাপারটা ঠিক কী? কেমন করে কাজ করে এই চেয়ার? দেখতেই বা কেমন? নির্ঘাত এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আপনার মাথায়! তাহলে দেখে নিন এই ভিডিওটা, পেয়ে যাবেন সব উত্তর-
ওয়েব ডেস্ক: চেয়ার অথচ চেয়ার নয়! অদ্ভুত লাগলেও এটাই সত্য। দুনিয়ার মেহনতি মানুষদের কথা ভেবেই এমন অভিনব ভাবনার সফল রূপ দিয়েছে 'নূনি' নামক 'স্টার্ট আপ' সংস্থা। মূলত কলকারখানায় কর্মরত শ্রমিকদের কাজের প্রয়োজনে বিভিন্ন শারীরিক কসরত করতে হয়। আর এই কাজ করার সময় তাঁরা অধিকাংশ সময় বসতে পারেন না। ফলে কষ্ট বাড়ে আরও অনেকটাই। যদিবা টুল বা চেয়ারের মাধ্যমে বসার ব্যবস্থা করা হয়, পর মুহূর্তেই হয়ত আরেকটি কাজের জন্য তাঁদের আসন ছেড়ে উঠতে হয়। আর তাই সুইজারল্যান্ডের সংস্থাটির এমন অভিনব চেয়ার বিহীন চেয়ারের ভাবনা। যা সবসময় শ্রমিকের দেহের সঙ্গেই যুক্ত থাকবে অথচ স্বাভাবিক চলা ফেরাতে হবে না কোনও সমস্যা। কিন্তু ব্যাপারটা ঠিক কী? কেমন করে কাজ করে এই চেয়ার? দেখতেই বা কেমন? নির্ঘাত এসব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আপনার মাথায়! তাহলে দেখে নিন এই ভিডিওটা, পেয়ে যাবেন সব উত্তর-
এক ছোট্ট সুইচের মাধ্যমে একজন তাঁর হাঁটুর সঙ্গে 'লক' করে নিতে পারেন এই চেয়ার। আর গোড়ালির কাছে থাকা একটা নবে চাপ দিলেই দেহের পুরো ভার হাঁটু থেকে সরে গিয়ে চলে যাবে চেয়ারে। ব্যাস, এবার যত খুশি ছুটোছুটি করে কাজ করুন, যখনই বসার ইচ্ছা হবে শুধু হাঁটুতে লক করে নিন চেয়ার...আর তার পর আরাম কেদারায় বসে দ্বিগুন উত্সাহে উত্পাদনে মন দিলেই হল।