Chandrayaan-3 Moon Landing Updates: ল্যান্ডিংয়ের পরে কাটল ২৪ ঘণ্টা! কেমন আছে রোভার? জানিয়ে দিল `ইসরো`...
Chandrayaan-3 Moon Landing Updates: সারা দেশ আগ্রহে তাকিয়ে, কী হল চন্দ্রযানের? সব ঠিকঠাক আছে তো? `ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন` তথা `ইসরো` অবশেষে জানিয়ে দিল, চন্দ্রযান-৩-এর সবকিছুই স্বাভাবিক আছে। এখনও পর্যন্ত চিন্তার কিছু নেই।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সারা দেশ আগ্রহে তাকিয়ে, কী হল চন্দ্রযানের? সব ঠিকঠাক আছে তো? 'ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন' তথা 'ইসরো' বৃহস্পতিবার সন্ধেবেলা ল্যান্ডিংয়ের ২৪ ঘণ্টার মাথায় জানিয়ে দিল, চন্দ্রযান-৩-এর সবকিছুই স্বাভাবিক আছে। ল্যান্ডিংয়ের পরে যে-সময়ে যা ঘটার কথা সেটাই ঘটেছে, সেই ভাবেই ঘটছে। এখনও পর্যন্ত কোথাও কোনও বেনিয়ম বা ছন্দপতন নেই।
আরও পড়ুন: Insha Eraz: শেখপাড়ায় চাঁদের আলো! চন্দ্রযান-৩ মিশনে যুক্ত ছিলেন হাওড়ার ছেলে ইনসা ইরাজও...
ল্যান্ডিং সফল হলেই যে সব দায়িত্ব শেষ, তা তো নয়। বরং এর পরে আরও বেশি কাজ, আরও বেশি দায়িত্ব বিজ্ঞানীদের। আর সেটা মাথায় রেখেই যেন আরও সতর্ক আরও তন্নিষ্ঠ ইসরোর বিজ্ঞানীকুল। একটি ট্যুইটে ইসরো জানিয়েছে-- রোভার মোবিলিটি অপারেশনস হ্যাভ কমেন্সড!
এত দিন চাঁদের অনাবিষ্কৃত দক্ষিণ মেরুতে কোনও দেশের চন্দ্রযানই নামেনি। বুধবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের মাটিতে অবতরণ করল চন্দ্রযান-৩। ছুঁল চাঁদের দক্ষিণমেরু। ইসরো প্রধান এস সোমনাথ ব্যাখ্যা করেছেন, কেন ইসরো চাঁদের দক্ষিণ মেরুকেই বেছে নিল। তিনি বলছেন, চাঁদের দক্ষিণ মেরুতে সূর্যের আলো অনেক কম পড়ে। ভারত প্রায় ৭০ ডিগ্রি কোণ করে থাকা এই দক্ষিণ মেরুর অনেকটাই কাছাকাছি যেতে পেরেছে। মানবজাতি এখন একটা বিকল্প উপনিবেশ গড়ার চেষ্টা করছে। বিকল্প উপনিবেশ মানে, বিকল্প জায়গা। আর চাঁদ সেই বিকল্প হতে পারে। চাঁদের এই দক্ষিণমেরু উপনিবেশ গড়ার জন্য আদর্শ হতে পারে। তাই ভারত সেই চ্যালেঞ্জ নিতে চেষ্টা করল।
সাগ্রহে ভারতের মুনমিশনের দিকে তাকিয়ে ছিল সারা বিশ্ব। চাঁদের মাটিতে চন্দ্রযান-৩ নামিয়ে ভারত তৈরি করল ইতিহাস। ভারতীয় মহাকাশবিজ্ঞানের পরিসরে ঘটে গেল যুগান্তর। চাঁদের মাটিতে ল্যান্ডার 'বিক্রম' নামার পরেই, তার একটি অংশ স্বয়ংক্রিয় ভাবে খুলে যাবে। চাঁদের মাটিতে বেরিয়ে আসবে একটি 'ইনক্লাইন্ড প্ল্যাটফর্ম' বা ঢালু জিনিস। ওই ঢালু পথ বেয়েই চাঁদের বুকে নামবে রোভার 'প্রজ্ঞান'। একটু বিশ্রাম নিয়ে ধীরে ধীরে চলা শুরু করবে সে। ছ'টি চাকা এর। সেকেন্ডে ১ সেন্টিমিটার করে পথ হাঁটবে সে। রোভারটির সঙ্গে থাকবে স্বয়ংক্রিয় ক্যামেরা। চাঁদের মাটিতে অনুসন্ধান চালাবে এগুলি। ছবি তুলবে। 'প্রজ্ঞান' চাঁদ থেকে যা তথ্য সংগ্রহ করবে, তা সে পাঠিয়ে দেবে ল্যান্ডার 'বিক্রম'কে। 'বিক্রম' তা পাঠাবে ইসরো'কে।
আরও পড়ুন: Chandrayaan 3 Landing News: কেন চাঁদের দক্ষিণদুয়ারই বেছে নিল ভারত? অবাক হবেন সে-রহস্য জানলে...
গত ১৪ জুলাই ভারতের অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করা হয়েছিল। চন্দ্রযান-৩-এর ল্যান্ডারের নাম 'বিক্রম', রোভারের নাম 'প্রজ্ঞান'। আগেই জানা গিয়েছিল, একাধিক বৈদ্যুতিন যন্ত্র নিয়ে চাঁদে নামছে রোভার 'প্রজ্ঞান'। চাঁদের ভূপ্রকৃতি কী ভাবে তৈরি হয়েছে, কী কী উপাদানে চাঁদের মাটি তৈরি, চাঁদের মাটিতে কোন ধরনের খনিজ বস্তু আছে-- এ সংক্রান্ত বার্তাই মূলত পাঠাবে 'প্রজ্ঞান'।