Chandrayaan-3 Moon Landing: `বিক্রমে`র চন্দ্রজয়? চাঁদের লক্ষ্যে ধারাল হচ্ছে আস্তে আস্তে...
Chandrayaan-3 Moon Landing: `চাঁদের কাস্তে ধারাল হচ্ছে আস্তে আস্তে`? না, তা নিশ্চয়ই নয়। কেননা, চাঁদেই তো অভিযান। সেখানেই যাচ্ছে `চন্দ্রযান-৩`। এর ল্যান্ডার `বিক্রম` ভাসতে-ভাসতে ক্রমশ ঘনিষ্ঠ হচ্ছে চাঁদের দক্ষিণ মেরুর।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'চাঁদের কাস্তে ধারাল হচ্ছে আস্তে আস্তে'? না, তা নিশ্চয়ই নয়। কেননা, চাঁদেই তো অভিযান। সেখানেই যাচ্ছে 'চন্দ্রযান-৩'। এর ল্যান্ডার 'বিক্রম' ভাসতে-ভাসতে ক্রমশ ঘনিষ্ঠ হচ্ছে চাঁদের দক্ষিণ মেরুর। আগামীকাল বুধবার চাঁদের মাটি ছোঁবে 'বিক্রম'।
আরও পড়ুন: Russia: Luna-র 'একলিপ্স'? মোদীকে টেক্কা দিতে গিয়ে মুখ থুবড়ে পড়লেন পুতিন নিজেই...
ইতিমধ্যেই (১৯ অগস্ট) চন্দ্রপৃষ্ঠের প্রায় ৭০ কিলোমিটার উপর থেকে ছবি তুলেছে চন্দ্রযানের 'ল্যান্ডার পজিশন ডিটেকশন ক্যামেরা'। আগেও চাঁদের ছবি পাঠিয়েছিল চন্দ্রযান-৩। আগামীকাল বুধবার সন্ধে ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে চন্দ্রযান ৩-এর ল্যান্ডার 'বিক্রম'। আজ, মঙ্গলবার ইসরো জানিয়েছে, অবতরণের সময়ের কোনও পরিবর্তন হয়নি। নির্দিষ্ট সময়েই চাঁদের মাটিতে নামানো হবে বিক্রমকে।
'ল্যান্ডার বিক্রম' আগেই মূল মহাকাশযান থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এই মুহূর্তে সেটি চাঁদের মাটি থেকে ২৫ কিলোমিটার উচ্চতায় ভাসছে। বুধবার ধাপে ধাপে ল্যান্ডারের উচ্চতা কমানো হবে। সঙ্গে কমবে বিক্রমের গতিও। চাঁদের দক্ষিণ মেরুতে এর আগে কোনও দেশই মহাকাশযান পাঠাতে পারেনি। ফলে বুধবারের পরীক্ষায় ইসরো সফল হলে ইতিহাস তৈরি করবে ভারত। কেননা ইতিমধ্যেই চাঁদের ওই অংশে মহাকাশযান নামাতে গিয়ে ব্যর্থ হয়েছে রাশিয়া। চাঁদের মাটিতে ভেঙে পড়ে তাদের চন্দ্রযান 'লুনা-২৫'।
আরও পড়ুন: Kundli GPT: AI এবার জ্যোতিষেও! নিখুঁত ভবিষ্যৎ জানতে চান? নির্ভুল বলে দেবে চ্যাটবট...
২০১৯ সালে ভারত চন্দ্রযান-২ পাঠিয়েছিল। সফল হয়নি। চাঁদের মাটিতে মুখ থুবড়ে পড়েছিল সেই মহাকাশযান। সেই ভুলের কথা মাথায় রেখে এ বার সতর্ক ইসরো। খুব ধীরে বিক্রমকে নামাতে হবে চাঁদের মাটিতে। যাকে বলে 'সফট্ ল্যান্ডিং'।