নিজস্ব প্রতিবেদন: চাঁদের অন্ধকার দিকে রোবো যানের সফল অবতরণ করল চিন। এই প্রথম চাঁদের অন্ধকার দিকে নামল মানুষের পাঠানো যান। এর আগে সমস্ত অভিযানই হয়েছিল চাঁদের চিরআলোকিত দিকে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চিনা মহাকাশ সংস্থার তরফে জানানো হয়েছে। বেজিংয়ের সময় বৃহস্পতিবার সকাল ১০.২৬ মিনিটে চাঁদের মাটি স্পর্শ করে চাঙ্গি - ৪ নামে ওই যানটি।  



চাঁদের অন্ধকার দিকের সঙ্গে পৃথিবী থেকে সরাসরি যোগাযোগ করা সম্ভব নয়। চাঙ্গি - ৪-এর সঙ্গে যোগাযোগ করতে তাই একই সঙ্গে চাঁদের কক্ষে একটি কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে চিন। সেই কৃত্রিম উপগ্রহের মাধ্যমে ইতিমধ্যে পৃথিবীতে চন্দ্রপৃষ্ঠের ছবি পাঠিয়েছে যানটি। 


সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি, মাউন্ট সিডলে জয় করতে রওনা হচ্ছেন সত্যরূপ


মহাকাশের দৌড়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়াকে টক্কর দিতে গত কয়েক দশক ধরে চেষ্টা চালাচ্ছে চিন। ইতিমধ্যে বিশ্বের তৃতীয় দেশ হিসাবে মহাকাশে মানুষ পাঠিয়েছে তারা। ইতিমধ্যে শুরু হয়েছে চিনা মহাকাশ স্টেশন তৈরির কাজ। এর আগেও চাঁদের পৃষ্ঠে যান নামিয়েছে চিন। তবে তা চাঁদের আলোকিত দিকে।