সামনে বিশ্ব রেকর্ডের হাতছানি, মাউন্ট সিডলে জয় করতে রওনা হচ্ছেন সত্যরূপ
বর্তমানে মাউন্ট সিডলের তাপমাত্রা শূন্যে নীচে ৩০ থেকে ৪০-এর ঘরে ঘোরাফেরা করছে। একই সঙ্গে বইছে জোরালো কনকনে বাতাস। ফলে চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন সত্যরূপ।
মৌপিয়া নন্দী
প্রথম অসামরিক বাঙালি হিসেবে সপ্তশৃঙ্গ জয়ের পর বিশ্বরেকর্ড গড়ার চ্যালেঞ্জ নিয়েছেন সত্যরূপ সিদ্ধান্ত। বৃহস্পতিবার সকালে আন্টার্কটিকার আগ্নেয়শৃঙ্গ মাউন্ট সিডলেতে সামিটের উদ্দেশে বেরিয়ে পড়বেন তিনি। আর এই মিশনে সফল হলে তিনিই হবে বিশ্বে নবীন পর্বতারোহী যিনি সাতটি শৃঙ্গ ও সাতটি আগ্নেয়শৃঙ্গ জয় করার কৃতিত্ব অর্জন করেছেন।
বুধবার ফ্ল্যাগ অফে সত্যরূপের সঙ্গে ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্বরা। সত্যরূপকে শুভেচ্ছা জানান তাঁরা। জানা গিয়েছে, বিশেষ বিমানে তাঁকে নামানো হবে সেন্ট দিয়াগোতে। সেখান থেকেই শুরু হবে সত্যরূপের অভিযান।
বর্তমানে মাউন্ট সিডলের তাপমাত্রা শূন্যে নীচে ৩০ থেকে ৪০-এর ঘরে ঘোরাফেরা করছে। একই সঙ্গে বইছে জোরালো কনকনে বাতাস। ফলে চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন সত্যরূপ। ১৯ থেকে ২১ জানুয়ারির মধ্যে মাউন্ট সিডলে অভিযান সারতে পারেন তিনি।
প্রথম অসামরিক বাঙালি হিসাবে সপ্তসৃঙ্গ জয় করেছেন সত্যরূপ সিদ্ধান্ত। এবারও সত্যরূপের সঙ্গে থাকবে স্যাটেলাইট ফোন। তবে