সবথেকে কম খরচে রিচার্জ প্ল্যান এয়ারটেলের
মাত্র ১৯ টাকা থেকে শুরু হচ্ছে এয়ারটেলের রিচার্জ প্ল্যান। রয়েছে ৪ হাজার টাকা পর্যন্ত..
নিজস্ব প্রতিবেদন: ডেটা বাজারে যখন রিলায়েন্স জিও একছত্র আধিপত্ত বিস্তার করে রেখেছে, তখন সবথেকে কম খরচে রিচার্জ প্ল্যান নিয়ে এলো দেশের বৃহত্তম টেলিকম সার্ভিস অপারেটর এয়ারটেল। মাত্র ১৯ টাকা থেকে শুরু হচ্ছে এয়ারটেলের রিচার্জ প্ল্যান। রয়েছে ৪ হাজার টাকা পর্যন্ত রিচার্জ প্ল্যান।
আরও পড়ুন : ৮ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার স্যামসংয়ের
প্রিপেইড গ্রাহকদের জন্য এক সে বড় কর এক রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে এয়ারটেল। দেখে নিন প্ল্যানগুলো। আর তার মধ্যে থেকে নিজের জন্য যেটা সেরা, সেটা বেছে নিন।
১) এয়ারটেলের ১৯ টাকার রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন লোকাল এবং এসটিডি কলিং মাত্র ৩০ পয়সা প্রতি মিনিটে। বৈধতা ৫৬ দিনের জন্য।
২) ৪০ টাকার রিচার্জ প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন ৩৫ টাকার টক-টাইম।
৩) ৯৩ টাকার রিচার্জ প্ল্যানে পেয়ে যাবেন ১ জিবি ডেটা। সঙ্গে আনলিমিটেড লোকাল এবং এসটিডি কলিং।
৪) ১৭৫ টাকার রিচার্জ প্ল্যানে গ্রাহকরা ২৮ দিনের জন্য ৩ জিবি ডেটা পেয়ে যাবেন।
৫) ১৯৯ টাকার রিচার্জ প্ল্যানে গ্রাহকরা ২৮ দিনের জন্য ১ জিবি ৩জি-৪জি ডেটা পাবেন। সঙ্গে আনলিমিটেড লোকাল এবং এসটিডি কলিং এবং ১০০ এসএমএস প্রতিদিন।
আরও পড়ুন : পুরনো অফারে নতুন মোড়ক আইডিয়ার