পুরনো অফারে নতুন মোড়ক আইডিয়ার

টেলিকম যুদ্ধে রিলায়েন্স জিওকে জোর টেক্কা দিতে এবার পুরনো অফারই নতুন মোড়কে নিয়ে এলো আইডিয়া সেলুলার। যা শুনলে গ্রাহকরা দারুণ খুশি হয়ে যাবেন।

Updated By: Dec 8, 2017, 02:54 PM IST
পুরনো অফারে নতুন মোড়ক আইডিয়ার

নিজস্ব প্রতিবেদন: টেলিকম যুদ্ধে রিলায়েন্স জিওকে জোর টেক্কা দিতে এবার পুরনো অফারই নতুন মোড়কে নিয়ে এলো আইডিয়া সেলুলার। যা শুনলে গ্রাহকরা দারুণ খুশি হয়ে যাবেন।

আরও পড়ুন : হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যাডমিনদের জন্য এবার দারুণ সুবিধা

আইডিয়ার ১৯৮ টাকার রিচার্জ অফারে এতদিন ১ জিবি ডেটা পাচ্ছিলেন গ্রাহকরা। কিন্তু এবার থেকে ১.৫ জিবি ২জি-৩জি-৪জি ডেটা পাবেন গ্রাহকরা। এছাড়া, কোম্পানির ওয়েবসাইট MyIdea app থেকে যে সমস্ত গ্রাহকরা রিচার্জ করবেন, তাঁরা এই অফারের উপর আরও চমকদার অফার পাবেন। MyIdea app থেকে রিচার্জ করলে গ্রাহকরা ১.৫ জিবি ডেটার উপর অতিরিক্ত আরও ১ জিবি ডেটা পাবেন।

২৮ দিনের বৈধতায় আইডিয়া গ্রাহকরা ১৯৮ টাকা দিয়ে রিচার্জ করলে পেয়ে যাবেন, আনলিমিটেড লোকাল এবং এসটিডি কলিংয়ের সুবিধা, ফ্রি রোমিং কল, প্রত্যেকদিন ১০০টি করে এসএমএস এবং ১.৫ জিবি ডেটা।

আরও পড়ুন : ‘সুনীল মিত্তল আমার শত্রু নন, বন্ধু’, বললেন মুকেশ আম্বানি

.