নিজস্ব প্রতিবেদন: করোনা সংক্রমণ থেকে বাঁচতে লকডাউন চলছে দেশজুড়ে। পরিস্থিতি সামাল দিতে ৩ মে পর্যন্ত বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদ। তাই ৩ মে পর্যন্ত আর রিচার্জ না করলেও ইনকামিং কলের সুবিধা পাবেন গ্রাহকরা। এমনটাই জানিয়ে দিল Airtel ও Vodafone Idea।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লকডাউনের কথা মাথায় রেখে এর আগেও প্রিপেড প্ল্যানের বৈধতা বাড়িয়েছিল টেলিকম সংস্থাগুলি। এর আগেও প্রিপেড গ্রাহকদের বিনামূল্যে অতিরিক্ত ১০ টাকার টকটাইম দিয়েছিল এই দুই টেলিকম সংস্থা। এ বার এই পরিস্থির কথা মাথায় রেখে গ্রাহকদের প্রিপেড প্ল্যানের মেয়াদ বাড়িয়ে ইনকামিং কলের সুবিধা দিতে এগিয়ে এল Airtel ও Vodafone Idea।


আরও পড়ুন: তথ্য চুরি করে বাতিলের খাতায় Zoom অ্যাপ, বাজার ধরতে আসছে Whatsapp


তবে অতিরিক্ত বৈধতা দিলেও এ বার বিনামূল্যে কোনও টকটাইম আর অতিরিক্ত ডেটা পাবেন না গ্রাহকরা। সম্প্রতি গোটা দেশের ২২টি সার্কেলে দ্বিগুণ ডেটার অফার দিচ্ছিল Vodafone Idea। কিন্তু এ বার থেকে অতিরিক্ত বৈধতা এবং ইনকামিং কলের সুবিধা পেলেও বাড়তি ডেটা আর টকটাইম পাবেন না গ্রাহকরা।