ওয়েব ডেস্ক: পরিচয় গোপন রেখে মেসেজ পাঠানোর মজা। দুনিয়া মজেছে সারাহায়। লুকিয়ে আছে বিপদও। সতর্ক না থাকলে যে কোনও মুহূর্তে হয়ে যেতে পারে বড় ক্ষতি। সাবধান করছেন বিশেষজ্ঞরা। ভাল হোক বা খারাপ। নিজের পরিচয় গোপন রেখে অন্যকে মেসেজ পাঠানোর মজাই আলাদা। আর তাই, নেট দুনিয়ায় এখন মুড়ি-মুড়কির মতো ডাউনলোড হচ্ছে অ্যানোনিমাস অ্যাপ সারাহা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মাত্র কয়েক দিনেই সারাহা ইউজারের সংখ্যা ৩০ কোটি ছাড়িয়েছে। সারাহা ডাউনলোড করে ফেসবুক, টুইটার, স্ন্যাপচ্যাটে গোপন বার্তা পাঠানোয় কিন্তু শুধু মজা নয়, আছে বিপদও।


একদিকে সাইবার বুলিং বা হেট মেসেজের শিকার হতে পারেন আপনি।অন্যদিকে এইসব অজানা-অচেনা অ্যাপ ডাউনলোডে হ্যাক হতে পারে আপনার কম্পিউটার-মোবাইল। সারাহার মতো এই ধরনের অ্যানোনিমাস অ্যাপে ইউজারকে তাঁর সব ব্যক্তিগত তথ্য জানাতে হয়। ইউজারের মোবাইল, কম্পিউটারের সব তথ্য চলে আসে অ্যাপের নাগালে। তাই না জেনে যে কোনও অ্যাপ নামালে বিপদের আশঙ্কা ষোলো আনা। আপনার গোপন তথ্য যেমন বিভিন্ন অ্যাকাউন্টের পাসওয়ার্ড জেনে যেতে পারে হ্যাকাররা। যে কোনও অপরাধে কাজে লাগানো হতে পারে আপনার অ্যাকাউন্ট, পরিচয়। ম্যালওয়্যার ঢুকে খালি হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। কম্পিউটার-মোবাইলে রাখা জরুরি তথ্য বেহাত হয়ে যেতে পারে। চুরি যেতে পারে আপনার মোবাইল ডেটাও। সুতরাং সময় থাকতে সাবধান হোন।


যতই চটকদার হোক না কেন, অজানা অ্যাপে ক্লিক করবেন না। কোনও সাইটে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে সাবধান হোন। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সতর্ক থাকুন। নির্ভরযোগ্য অ্যান্টিভাইরাস ব্যবহার করুন।