নিজস্ব প্রতিবেদন: সম্প্রতি Samsung-এর ওয়েবসাইটে Samsung Galaxy M31-কে নানান রকম জল্পনা শুরু হয়েছে। দক্ষিণ কোরিয়ার এই সংস্থাটি আগেই জানিয়ে দিয়েছে এই ফোনের লঞ্চের দিনক্ষণ। ২৫ ফেব্রুয়ারিতে ভারতে লঞ্চ করবে এই ফোন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আর তার মধ্যেই ফাঁস হয়েছে এই ফোনের স্পেসিফিকেশন। কিন্তু এবার ফাঁস হল Samsung Galaxy M31-এর দাম। জানা গিয়েছে, ১৫,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে এই ফোন। এই ফোন দুটি ভেরিয়েন্টে লঞ্চ করছে ভারতে। Samsung Galaxy M31 স্পেসিফিকেশনে থাকছে...


ফুল এইচডি প্লাস Super AMOLED ডিসপ্লে। ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা। ফোনের পিছনে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও।


এছাড়াও জানা গিয়েছে ৬,০০০ mAh ব্যাটারি থাকছে। এই ফোনের ভিতরে থাকবে Exynos ৯৬১১ চিপসেট।


আরও পড়ুন: জলের দরে বাজার কাঁপাতে আসছে Mi Outdoor Bluetooth Speaker


দু'রকমের স্টোরেজ সহ পাওয়া যাবে এই ফোন। ৪ জিবি RAM + ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি RAM + ১২৮ জিবি স্টোরেজ।


একটি রিপোর্টে জানা গিয়েছে, Android 10 অপারেটিং সিস্টেমের উপর কোম্পানির One UI 2.0 স্কিন চলবে।