ওয়েব ডেস্ক : টোরেন্ট থেকে সিনেমা বা ভিডিও ডাউনলোড করেন? তাহলে সাবধান। ইতিমধ্যেই একটি অতি পরিচিত টোরেন্ট সাইটকে বন্ধ করে দিল মার্কিন সাইবার ক্রাইম সেল। সেই সঙ্গে গ্রেফতার করা হয়েছে তার মালিক আর্টেম ভউলিনকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


'কিক অ্যাস' নামে ওই অনলাইল পাইরেসি সাইটের বিরুদ্ধে কয়েক হাজার কোটি সিনেমা, ভিডিও ও গান পাইরেটেড ভার্সনে বাজারে ছাড়ার অভিযোগ রয়েছে।


আরও পড়ুন-১৬ বছর পর অদ্ভুত স্বীকারোক্তি এই বলিউড ডিভার!


সম্প্রতি, বিশ্বজোড়া পাইরেটেড সাইটগুলির মধ্যেই এই মুহূর্তে এক নম্বরে রয়েছে 'কিক অ্যাস'। বেআইনি ভাবে ভিডিও ও সিনেমা পাইরেসি করার অভিযোগেই গত বুধবার গ্রেফতার করা হয় আর্টেমকে।