ওয়েব ডেস্ক : এখন থেকে আপনার g-মেইল অ্যাকাউন্টটি আরও সুরক্ষিত। এখন থেকে কোনও অপরিচিত কেউ যদি আপনাকে মেইল করে, তাহলে সেটা g-মেইল নিজেই আপনাকে জানিয়ে দেবে। এমনকী সেই মেইলটা আপনি খুলবেন কি খুলবেন না, সে ব্যাপারেও g-মেইল আপনাকে সতর্ক করে দেবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এই সপ্তাহের শুরুতেই গুগল তার ব্লগস্পটে এবিষয়ে গ্রাহকদের জানিয়েছে। ব্যাপারটা আরও একটু খোলসা করে বলা যাক,


১) গুগল যদি এখন থেকে কোনও অপরিচিত মেইল পায়, যা তাদের SPF বা সেন্ডার পলিসি ফ্রেমওয়ার্ক-এর আওতায় পড়ছে না, তাহলে সেন্ডার-এর প্রোফাইল ফোটোর জায়গায় একটি প্রশ্নচিহ্ন (?) দেখা যাবে।



২) এরপরেও যদি আপনি সেই মেইলটি খুলতে যান, তাহলে একটি সতর্ক বার্তা আসবে। ঠিক এইরকম দেখতে,



তবে, এর পাশাপাশি অযথা আশঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলেও ভরসা দিয়েছে গুগল কর্তৃপক্ষ। সংস্থার বক্তব্য, যেখানে সাইবার ক্রাইম এতটাই বেড়ে গেছে, সেখানে সাবাধানের মার নেই!!


আরও পড়ুন, যেকোনও জায়গা থেকে আপনার মেল অ্যাকাউন্ট লগ আউট করুন এভাবে!