বড়সড় সাইবার হানা Domino`s এ, ১৮ কোটি ক্রেতার ব্যাক্তিগত তথ্য ফাঁস
কোথায় রয়েছেন আপনি, জানতে পারবে হ্যাকাররা
নিজস্ব প্রতিবেদন: এয়ার ইন্ডিয়ার পর এবার বড়সড় সাইবার হানার শিকার ডোমিনোজ (Domino's)। সূত্রের খবর, প্রায় ১৮ কোটি ক্রেতার ব্যক্তিগত তথ্য বিক্রি করেছে হ্যাকাররা। গত মাসেও সাইবার হানার (Cyber Threat) শিকার হয়েছিল জনপ্রিয় এই পিৎজা ডেলিভারী সংস্থা। ১০ লক্ষ ব্যববহারকারীর ক্রেডিট কার্ডের তথ্য প্রকাশ্যে চলে আসে। সাইবার নিরাপত্তা সংস্থা হাডসন রকের প্রধান অ্যালন গল জানান, ১৮ কোটি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য প্রায় ৪.৫ কোটি টাকায় (১০ বিটকয়েন) বিক্রি করা হয়েছে।
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ রাজশেখর রাজাড়িয়া জানান, ডোমিনোজের ১৮ কোটি ব্যবহারকারীর তথ্য প্রকাশ্যে এসে পড়েছে। ডার্ক ওয়েবে সার্চ ইঞ্জিন তৈরি করেছে হ্যাকাররা। অনলাইনে যদি কখনও আপনি ডোমিনোজ থেকে কিছু অর্ডার করে থাকেন সেক্ষেত্রে ১৮ কোটির মধ্যে আপনিও একজন হতে পারেন।
আরও পড়ুন: কর্মস্থলে টিকাকরণে পরিবারকেও দেওয়া যাবে Vaccine, সংশোধিত নির্দেশিকা কেন্দ্রের
ব্যক্তিগত তথ্যে নাম, ইমেইল অ্যাড্রেস, মোবাইল নম্বর, জিপিএস লোকেশন সহ অন্যান্য তথ্য মূলত সামনে চলে এসেছে। অর্থাৎ, আপনার চলাফেরা, গতিবিধি সবটাই লক্ষ্য করতে পারবেন হ্যাকাররা। সেক্ষেত্রে ব্যক্তিগত সুরক্ষা নিয়েও প্রশ্ন উঠছে।
আরও পড়ুন: ধেয়ে আসছে 'YAAS', হাওড়া-চেন্নাই মেন লাইনে বাতিল ৭৪টি ট্রেন, দেখুন পুরো তালিকা