ধেয়ে আসছে 'YAAS', হাওড়া-চেন্নাই মেন লাইনে বাতিল ৭৪টি ট্রেন, দেখুন পুরো তালিকা

ভয়ঙ্কর ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত প্রশাসন

Updated By: May 23, 2021, 08:40 AM IST
ধেয়ে আসছে 'YAAS', হাওড়া-চেন্নাই মেন লাইনে বাতিল ৭৪টি ট্রেন, দেখুন পুরো তালিকা

নিজস্ব প্রতিবেদন: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় 'ইয়াস' (YAAS)। সোমবার থেকেই দুর্যোগ শুরু। মঙ্গলবার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। ২৬ মে বুধবার স্থলভাগে আছড়ে পড়বে ঝড়। এই অবস্থায় আগেভাগে সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে ওড়িশা ও পশ্চিমবঙ্গ। সরকারের তরফে প্রস্তুত রাখা হয়েছে শুকনো খাবার, ত্রিপল। উদ্ধারকার্যের জন্য তৈরি বিপর্যয় মোকাবিলা বাহিনীও। খোলা হয়েছে কন্ট্রোল রুম। এই অবস্থায় একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করল পূর্ব-উপকূলীয় (East Coast Railway) রেল। 

হাওড়া-চেন্নাই (Howrah-Chennai) মেন লাইনে বাতিল করা হয়েছে অধিকাংশ ট্রেন। তালিকায় দক্ষিণ-পূর্ব, মধ্য, দক্ষিণ ও উত্তর-পূর্ব সীমান্ত রেলেরও একাধিক ট্রেনের নাম রয়েছে। সল মিলিয়ে ঘূর্ণিঝড়ের আগে মোট ৭৪টি ট্রেন বাতিল করা হল। দেখে নিন পুরো তালিকা।

এর মধ্যে হাওড়া ও শালিমার থেকে যেসব ট্রেন বাতিল করা হয়েছে তা হল-

  • ২৫ থেকে ২৭ মে বাতিল হাওড়া-ভুবনেশ্বর স্পেশাল আপ ও ডাউন।
  • ২৫ থেকে ২৭ মে বাতিল হাওড়া-পুরী স্পেশাল আপ ও ডাউন।
  • ২৪ থেকে ২৬ মে বাতিল হাওড়া-সেকেন্দ্রাবাদ স্পেশাল আপ ও ডাউন
  • ২৪ থেকে ২৬ মে বাতিল হাওড়া-চেন্নাই স্পেশাল আপ ও ডাউন
  • ২৫ থেকে ২৭ মে বাতিল হাওড়া-যশবন্তপুর আপ ও ডাউন।
  • ২৭ থেকে ২৮ মে বাতিল শালিমার-নাগেরকয়েল এক্সপ্রেস আপ ও ডাউন।
  • ২৪, ২৯ মে বাতিল হাওড়া-কন্যাকুমারী স্পেশাল আপ ও ডাউন
  • ২৭ মে বাতিল হাওড়া-তিরুচিরাপল্লি স্পেশাল আপ ও ডাউন
  • ৩০ মে বাতিল হাওড়া-পুদুচেরি স্পেশাল আপ ও ডাউন
.