নিজস্ব প্রতিবেদন: EICMA 2018-তে আত্মপ্রকাশের আগে নিজেদের ববার স্টাইল কনসেপ্ট মোটরসাইকেল নিয়ে আলো আঁধারি খেলা জারি রাখল রয়্যাল এনফিল্ড। নতুন ছবিতে হলুদ আলোর সামনে শিলোয়েটে ফুটে উঠেছে মোটলসাইকেলটির অবয়ব। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রয়্যাল এনফিল্ডের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, সাধারণ মোটরসাইকেলের থেকে বেশ কিছুটা লম্বা এই নতুন মোটরসাইলেকের হুইলবেস। বসতে পারবেন একজনই। সামনে রয়েছে টেলিস্কোপিক সাসপেনশন। সঙ্গে ঝলমল করছে এলইডি ডেটাইম রানিং লাইট। পিছনে রয়েছে টুইন একজস্ট ও মোনোশক সাসপেনশন। 



ওদিকে ফাঁস হয়েছে মোটরসাইকেলটির ইঞ্জিনের স্পেসিফিকেশনস। সেই খবর অনুসাকে রয়্যাল এনফিল্ডের সব থেকে বড় ইঞ্জিন থাকবে এই মোটরবাইকে। থাকবে ৮৩০ সিসি টুইন V ইঞ্জিন। যা থেকে মিলবে ৮০ - ৯০ হর্সপাওয়ার। ভারত স্টেজ - ফোর দূষণবিধি মেনে তৈরি হয়েছে এই ইঞ্জিন। রয়্যাল এনফিল্ডের জন্য ইঞ্জিন তৈরি করবে পোলারিস ইন্ডাস্ট্রিজ। 



মঙ্গলবারই ইতালির মিলান মোটর শোতে প্রকাশ্যে আসার কথা এই মোটরসাইকেলটির।