ওয়েব ডেস্ক: মালিকের এলাকায় গিয়ে মালিককে ঠাট্টা! মালিক এমন উত্তর দিলেন যা লিখে রাখার মত হয়ে দাঁড়াল।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ফেসবুকে একটা পোস্ট করেন প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গ। পোস্টটা সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার শীর্ষে থাকা সেলেনা গোমেসকে নিয়ে। জুকেরবার্গ সেলেনাকে নিয়ে লেখেন, 'ইনস্টাগ্রামের সবচেয়ে বড় তারকার সঙ্গে আমাদের ছোট্ট ঘরে কথা বললাম। সঙ্গে সেলেনার সঙ্গে তার ছবি পোস্ট করেন জুকেরবার্গ।''লিখলেন, caption- “Meeting with Instagram's biggest star in our smallest room. Thanks for stopping by Selena Gomez



সেই ছবির নিজেই একজন জুকেরবার্গকে উদ্দেশ্য করে লেখেন। 'তাহলে আর কী ইনস্টাগ্রামটাই কিনে ফেলুন, সেটা ভাল চাল হবে।'“you want to buy instagram too, nice move.”


জুকেরবার্গে সেই কমেন্টে রেপ্লাই দেন, 'ইতিমধ্যেই সেটা করে ফেলেছি।' যোগ্য জবাব বোধহয় একেই বলে। “Already did that :)”