ওয়েব ডেস্ক : অবশেষে ট্রাই-এর নির্দেশই মাথা পেতে নিল ফেসবুক। মার্ক জুকেরবার্গ জানিয়ে দিলেন, ভারতে তারা আর ফ্রি বেসিক পরিষেবা চালু করবেন না। তিনি বলেন, “ফ্রি বেসিক হ্যাঁ / না” এই মর্মে ভোট নেওয়া হয়েছিল। বিপক্ষে ভোট পড়েছে ৮২ শতাংশ। আর তাই ভারতে ফ্রি বেসিক পরিষেবা চালু না করারই সিদ্ধান্ত নিলেন তাঁরা।


মন্তব্য-পাল্টা মন্তব্যে সরগরম হয়ে উঠেছিল নেট দুনিয়া। ইস্যু একটাই, internet.org। ফেসবুকের ফ্রি বেসিক ইন্টারনেট পরিষেবা। ট্রাই ফেসবুকের এই পরিষেবার বিপক্ষে মত জানায়। এরপরই ফেসবুকে একটি বিতর্কিত পোস্ট করে ট্রাই-এর কড়া সমালোচনা করেন সংস্থার এক দণ্ডমুণ্ডের কর্তা। তুলনা টানেন ঔপনিবেশিক শাসনের সঙ্গেও। ভারতীয় নেটিজেনদের মধ্যে যার তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। এরপরই ময়দানে নামেন ফেসবুক CEO মার্ক জুকেরবার্গ। সাফ জানিয়ে দেন, কোনও ব্যক্তিবিশেষের মত সংস্থার মত নয়।