নিজস্ব প্রতিবেদন: বুধবার রাত থেকে আচমকাই কাজ বন্ধ করে দিয়েছে ফেসবুক। ফেসবুকের তরফে জানানো হয় খুব শীঘ্রই তারা সমস্যার সমাধান করে ফেলবে। স্বাভাবিকভাবেই বিশ্বের বিভিন্ন জায়গায় ফেসবুক ব্যবহারকারীরা সমস্যার সম্মুখীন হয়েছেন। শুধু ফেসবুক নয়, ডাউন রয়েছে ইনস্টাগ্রামও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



DownDetector-এর তরফে জানানো হয়েছে, ভারতীয় সময় বুধবার রাত ৯.৩০ নাগাদ ফেসবুক ডাউন হয়ে যায়। এর কিছুক্ষণ পরেই ইনস্টাগ্রামও বন্ধ হয়ে যায় বলে জানা গিয়েছে। ফেসবুক মেসেঞ্জারেও সমস্যা দেখা দিয়েছে। এমনকী মেসেজও করা যাচ্ছে না বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট অ্যাপ ব্যবহারকারীরা। অনেকের মোবাইলে অ্যাপ কাজ করলেও তা কিন্তু ডেক্সটপে কাজ করছে না বলেও জানিয়েছেন অনেকে। কারও কারও ক্ষেত্রে ফেসবুক এবং ইনস্টাগ্রাম ওপেন হলেও নতুন কোনও কিছু পোস্ট করা সম্ভব হচ্ছে না। 




শুধুমাত্র ভারত নয়, ভারতের পাশাপাশি আমেরিকা, ব্রিটেন, লাতিন আমেরিকার বিভিন্ন দেশে এবং ফিলিপিনস থেকে অধিকাংশ ফেসবুক এবং ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা এই সমস্যার কথা জানিয়েছেন। কিন্তু এই ফেসবুক এবং ইনস্টাগ্রামের ডাউনের কারণ সম্পর্কে ফেসবুকের তরফে এখনও কিছুই জানানো হয়নি।


আরও পড়ুন - চিনই ভরসা! মধ্যরাতে ‘আন্তর্জাতিক জঙ্গি’ তকমার নির্ধারণ মাসুদ আজহারের