ওয়েব ডেস্ক: পরীক্ষা মূলক ভাবেই ফেসবুকে শুরু হল 'ডিসলাইক বোতাম'। তবে লাইক অপশনের মত এখনই ডিসলাইক অপশনকে ফেসবুকের ফিচারে নিয়ে আসছে না বিশ্বের অন্যতম বৃহৎ সোশ্যাল নেটওয়ার্ক সাইট। ইমোজিতেই 'ডিসলাইক' অপশন নিয়ে পরীক্ষা চালাচ্ছে ফেসবুক। মূলত 'থাম্বস ডাউন' চিহ্নকেই ডিসলাইক হিসেবে পরীক্ষা করা হচ্ছে। তবে 'থাম্বস ডাউন' ইমোজি ডিসলাইক কিংবা অপছন্দের থেকেও 'না' বোঝাতে বেশি ব্যবহার করা হচ্ছে বলে টাইমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

২০১৫ থেকেই ফেসবুক ম্যাসেঞ্জারে 'রিয়েকশন'-এর প্রচলন শুরু হয়। যেমন 'থাম্বস আপ' মানে লাইক/পছন্দ, চোখে লাভ সাইন, যার অর্থ 'প্রেম' ইত্যাদি ইত্যাদি। এবার ফেসবুক ব্যবহারকারীর রিয়েকশন জানতে 'থাম্বস ডাউন' ইমোজিকে নিয়ে পরীক্ষা করছে ফেসবুক।