নিজস্ব প্রতিবেদন: ভাইরাল হওয়ার আশায় এখন আর যা খুশি পোস্ট করা যাবে না Facebook-এ। কারণ, কোনও অ্যাকাউন্ট থেকে যদি কোনও পোস্ট ভাইরাল হয়ে যায়, তাহলে ওই অ্যাকাউন্ট বা প্রোফাইলটি ভাল করে খুঁটিয়ে যাচাই করবে Facebook। বৃহস্পতিবার সংস্থার পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এ দিন সংস্থা জানিয়েছে, মূলত ভুয়ো পোস্ট বা গুজব ছড়ানো রুখতেই এই নতুন পদক্ষেপ করেছে Facebook। এখন থেকে কোনও পোস্ট, ছবি বা ভিডিয়ো ভাইরাল হলেই যে আইডি থেকে ওই পোস্ট করা হয়েছে, সেটির ‘খবর’ নেবে Facebook।


আরও পড়ুন: ‘ওয়ার্ক ফ্রম হোম’-এ উপযুক্ত পরিকাঠামো দিতে প্রত্যেক কর্মীকে অতিরিক্ত ৭৫ হাজার টাকা দিচ্ছে এই সংস্থা!


বৃহস্পতিবার সংস্থার ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে এখন বেশ কিছু অ্যাকাউন্ট বা প্রোফাইলের আইডি যাচাই করা হচ্ছে। যে সব পেজের কোনও অ্যাডমিন অনুমোদন নেই, সেগুলি থেকে এখন আর কোনও পোস্ট করা যাবে না। সংস্থা জানিয়েছে, যত ক্ষণ না আইডিগুলির ‘ভেরিফিকেশন’ সম্পূর্ণ হচ্ছে, তত ক্ষণ ওই আইডি, অ্যাকাউন্ট বা প্রোফাইল থেকে কোনও কিছুই পোস্ট করা যাবে না। Facebook-এর মাধ্যমে ভুয়ো খবর বা গুজব ছড়ানো রুখতে ধাপে ধাপে আরও কড়া পদক্ষেপের কথাই ভাবছে সংস্থা।