নিজস্ব প্রতিবেদন : একের পর এক অফারে ইতিমধ্যেই নজির গড়েছে দেশের অন্যতম মোবাইল নেটওয়ার্কিং সংস্থা রিলায়েন্স জিও। সেই জিও এবার ঢুকে পড়ল ফাস্ট কোম্পানির প্রকাশিত ২০১৮ সালের মোস্ট ইনোভেটিভ কোম্পানি'স-র সেরা পঞ্চাশের তালিকায়। এই মুহূর্তে জিও রয়েছে সেই তালিকায় ১৭ নম্বরে। ব্যবসার পাশাপাশি কতটা প্রভাব বিস্তার করে, একই সঙ্গে উদ্ভাবণী শক্তি- এসব বিচার করেই তালিকা তৈরি করেছে ফাস্ট কোম্পানি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ১০৯ টাকায় নতুন অফার আইডিয়ার 


মোস্ট ইনোভেটিভ কোম্পানি'স-র তালিকায় ভারত থেকে ১ নম্বরে রয়েছে জিও। জিওর হাত ধরে ভারতে ডিজিটালাইজেশনে আমূল পরিবর্তন এসেছে। নেটওয়ার্ক এবং ইকো-সিস্টেমের মধ্যে সামঞ্জস্য বজায় রেখেছে জিও। এপ্রসঙ্গে রিলায়েন্স জিও-র ডিরেক্টর আকাশ আম্বানি বলেছেন, " লঞ্চের পর থেকেই জিও'র মিশন খুব সহজ, ব্রডব্যান্ড টেকনোলজিকে ভারতের প্রত্যেক মানুষকে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।"