ওয়েব ডেস্ক: গতকাল অর্থাত্‌ ২১ জুলাই জিও গ্রাহকদের জন্য বড় দিন ছিল। এদিন জিও কর্ণধার মুকেশ আম্বানি ঘোষণা করেন জিও ফোনের। এতক্ষণে কী ফোন, কবে থেকে পাবেন, কীভাবে বুকিং করবেন সব জেনে নিয়েছেন। এবার জেনে নিন ফোনটিতে কী কী ফিচার্স থাকছে-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


১) ২.৪ ইঞ্চি ডিসপ্লে।


২) টর্চ লাইট।


৩) ফোন এবং ডেটা ব্যবহারের জন্য 4G VolTe


৪) আলফানিউমেরিক কীপ্যাড।


৫) ৪ ওয়ে নেভিগেশন।


৬) কমপ্যাক্ট ডিজাইন।


৭) এস.ডি কার্ড স্লট।


৮) এফ এম রেডিও।


৯) হেডফোন জ্যাক।


১০) মাইক্রোফোন এবং স্পিকার।


জানুন কীভাবে আগে থেকে বুকিং করবেন জিও ফোনের


ফোন চার্জ করুন আপেল দিয়ে! কীভাবে? দেখুন ভিডিও