নিজস্ব প্রতিবেদন: ব্যাঙ্কে টাকা ট্রান্সফার থেকে মোবাইল রিচার্জ বা গোটা মাসের রেশন, চটজলদি লেনদেনে বহুল ব্যবহৃত মাধ্যম UPI বা Unified Payments Interface, কিন্তু আগামী বেশ কিছুদিন যাবৎ রাতে এই UPI পেমেন্টের সুবিধাই মিলবে না বলে জানিয়েছে NPCI (National Payments Corporation of India)। এক অফিশিয়াল টুইটার বিবৃতিতে ঐ সংস্থা জানিয়েছে, 'ইদানিং বিভিন্ন প্রকার সাইবার হানা, হ্যাকিং রুখতে UPI পেমেন্টের ধরনে বেশকিছু বদল আনা হবে। একইসাথে পেমেন্ট যাতে আরও মসৃণ হয় সেদিকেও খতিয়ে দেখা হবে। আনা হচ্ছে নতুন প্রযুক্তি। এই সমস্ত কারণে আগামী বেশ কিছু দিন রাত ১টা থেকে ভোর ৩টে পর্যন্ত বন্ধ রাখা হবে পরিষেবা।' শুধু তাই নয়, সংস্থার তরফে উক্ত সময়ে ইউজারদের কোনো প্রকার UPI ট্রানজ্যাকশন না করার জন্য সতর্ক করা হয়েছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



প্রসঙ্গত, ব্যস্ত লাইফস্টাইলে হাতে নগদ অর্থের পরিবর্তে ডিজিটাল পেমেন্টের জনপ্রিয়তা অনেক। বিশেষত করোনা আবহে তা আরও জনপ্রিয় হয়ে ওঠে। বাড়তি পাওনা হয় ক্যাশব্যাক ও বিভিন্ন ডিসকাউন্ট ভাউচার। বর্তমানে ১৬৫টি ব্যাংক BHIM UPI প্ল্যাটফর্মে সুবিধা দিচ্ছে। NPCI এর মতে, ২০২০ এর অক্টোবর পর্যন্ত প্রায় ১৫৫.১৪ মিলিয়ন অ্যান্ড্রয়েড ইউজার ও ২.৯৪ মিলিয়ন আইওএস ইউজার UPI পেমেন্টে নিজেদের নথিভূক্ত করেছেন। কিন্তু একই সাথে বিভিন্ন সাইবার হানার খবরও এসেছে শিরোনামে। এই অবস্থায় ডিজিটাল পেমেন্টস প্ল্যাটফর্মে তথ্য সুরক্ষা আরো জোরদার করতে পদক্ষেপ নিচ্ছে NPCI। তবে আগামী কতদিন এই পরিষেবা বন্ধ থাকবে তা নির্দিষ্ট করে জানায়নি সংস্থাটি।