নিজস্ব প্রতিবেদন : সামনেই উত্সবের মরসুম। আর তারই আগে ক্রেতাদের আকর্ষিত করতে Big Billion Days সেল আনছে Flipkart। সংস্থা সূত্রে খবর, ফ্যাশন, গ্যাজেটস, সাজগোজের জিনিস, খেলনা ইত্যাদি প্রোডাক্টে থাকবে আকর্ষণীয় ছাড়। 


৬ দিন ধরে চলবে ফ্লিপকার্টের সেল। চলতি মাসের শেষে ২৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলবে Flipkart-এর Big Billion Days। প্রথম দিন সাজগোজের জিনিস, ফ্যাশান, টিভি, আসবাব পত্র, খেলার সরঞ্জাম, বইয়ে থাকবে ছাড়। 

 

সেলের দ্বিতীয় দিন মূলত স্মার্টফোন কেনার ক্ষেত্রে মিলবে ডিসকাউন্ট। শুধু স্মার্টফোনই নয়, স্মার্টফোনের অ্যাকসেসরিজ যেমন, স্মার্টব্যান্ড, ইয়ারফোন ইত্যাদিতেও ছাড় থাকছে।

 


 

দামের ক্ষেত্রে বিভিন্ন অফারের সঙ্গে থাকছে ইনস্ট্যান্ট ১০% ডিসকাউন্ট। তাছাড়া ফ্লিপকার্টের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে অ্যাক্সিজ ব্যাঙ্ক। ফলে অ্যাক্সিজ ব্যাঙ্কের কার্ড ব্যবহার করলে পাবেন ৫% অতিরিক্ত ছাড়। শুধু তাই নয়, থাকছে একাধিক রিওয়ার্ড জিতে নেওয়ার সুযোগ।