নিজস্ব প্রতিবেদন: Amazon-কে টেক্কা দিয়ে সোমবার থেকে ‘বিগ শপিং ডেস’-এর ঘোষণা করেছে Flipkart। সোমবার বিকাল ৪টে থেকে ‘বিগ শপিং ডেস’ উপলক্ষে গ্রাহকরা পাবেন বিশেষ আকর্ষণীয় ছাড়। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ১৬ জুলাই থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে এই বিশেষ সেল। এই ক’দিন স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ ও অন্যান্য ইলেক্ট্রনিক্স পণ্যের কেনাকাটায় মিলবে আকর্ষনীয় ছাড়! Vivo, Panasonic, Samsung, Honor-সহ একাধিক ব্র্যান্ডের স্মার্টফোনে বড় অঙ্কের ছাড় দেওয়া হবে। বেশিরভাগ স্মার্টফোনেই পাওয়া যাবে দুর্দান্ত এক্সচেঞ্জ অফার। এই এক্সচেঞ্জ অফার-এ ৩,০০০ টাকা থেকে ৮,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন গ্রাহকরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: WhatsApp-এ একাধিক নতুন ফিচার! আপনি জানেন তো?


সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, SBI ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা প্রত্যেক কেনাকাটায় পাবেন অতিরিক্ত ১০ শতাংশ ছাড়। এরই সঙ্গে বিভিন্ন সংস্থার টেলিভিশনে মিলবে ৭০ শতাংশ পর্যন্ত বড় ছাড়! এই সেল চলাকালীন প্রতিদিন বিকেল ৪টে থেকে ৬টা পর্যন্ত বিশেষ ‘রাশ আওয়ার ডিল’ থাকছে Flipkart-এর গ্রাহকদের জন্য। সঙ্গে প্রতি 8 ঘন্টায় গ্রাহকরা পেতে পারেন নতুন আকর্ষণীয় ছাড়। ইলেক্ট্রনিক্স পণ্য ছাড়াও এই সেলে নানা রকম আসবাব, ঘর সাজানোর জিনিস, বিউটি, ফিটনেস আর ফ্যাশান বিভাগের নানা পণ্যে মিলবে দুর্দান্ত ছাড়!