নিজস্ব প্রতিবেদন: ১৯৯৭ সালে মুক্তি পায় হলিউডের কল্পবিজ্ঞান ভিত্তিক থ্রিলার ছবি ‘দ্য ফিফত এলিমেন্ট’। ছবিটির বেশ কয়েকটি দৃশ্যে দেখা যায় যে, গাড়ি আকাশে উড়ছে। মাটি থেকে কয়েকশো ফুট উঁচুতে অবলীলায় উড়ে চলেছে অসংখ্য গাড়ি। সে সময় বড় পর্দায় ওই দৃশ্য দেখে অনেকেই অবাক হয়েছিলেন। ছবিটি মুক্তির পর দু’দশক পেরিয়ে গিয়েছে। দু’দশক আগে কল্পবিজ্ঞান নির্ভর ওই ছবিতে মানুষ যা দেখেছে, তা-ই এখন বিজ্ঞানের হাত ধরে বাস্তবের রূপ পেতে চলেছে। মাটি ছেড়ে এ বার আকাশেই উড়বে গাড়ি! সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন Intel ড্রোন বিভাগের প্রধান অনিল নন্দুরি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: জলের দরে একঝাঁক ফিচার-সহ 4G স্মার্টফোন লঞ্চ করল LAVA


নন্দুরির মতে, এই উড়ন্ত গাড়িই হল যোগাযোগ ব্যবস্থার ভবিষ্যৎ। তিনি জানান, বর্তমানে খাবার বা জিনিসপত্রের ‘হোম ডেলিভারি’ বা চলচ্চিত্রের শুটিংয়ের কাজে ড্রোন কাজে লাগানো হচ্ছে। এই একই প্রযুক্তি কাজে লাগিয়ে পরিবহন ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আনা সম্ভব হবে বলে আশা অনিল নন্দুরির। তাঁর বিশ্বাস, আগামী ১০ বছরের মধ্যেই দেশের একাধিক শহরের আকাশে দেখা যাবে উড়ন্ত গাড়ি বা ‘ফ্লাইং কার’। অর্থাৎ, শহরের রাস্তায় ট্রাফিক জ্যামে আটকে পড়ে ঘণ্টার পর ঘণ্টা কাটানোর দিন ফুরিয়ে এসেছে। নিশ্চিন্তে, দ্রুত আকাশ পথেই পৌঁছে যাওয়া যাবে ‘ফ্লাইং কার’-এর সাহায্যে।