ওয়েব ডেস্ক : ফ্রিডম ২৫১। বিশ্বের সবচেয়ে সস্তা 3G স্মার্টফোন। নামেই রয়েছে দামের হদিশ। দামও ২৫১। বাজারে আসার সঙ্গে সঙ্গেই কেনার হিড়িক। তবে কেমন হল বিশ্বের সবচেয়ে সস্তা এই স্মার্টফোন? জানতে কৌতূহল হচ্ছে নিশ্চয়। তাহলে আর দেরি না করে চটপট নীচের ভিডিও লিঙ্কে ক্লিক করে দেখ নিন-

COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নয়ডার মোবাইল কোম্পানি রিংগিং বেলস প্রতিষ্ঠিত হয় ২০১৫ সালে। তখন কেউই এই কোম্পানির নাম জানত না। কোম্পানিটিকে যিনি প্রোমোট করেছেন তিনি মোহিত কুমার গোয়েল। উত্তর প্রদেশের শামলি জেলায় গোয়েলের বাবা একটি মুদিখানার দোকান চালাতেন। সেখান থেকে তিনি ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেন। তারপর অমিতি ইউনিভার্সিটি থেকে এমবিএ করেন। এরপর তিনি টেলিকমের সঙ্গে যুক্ত হন। সেখান থেকেই তাঁর টেলিকমের উন্নতির প্রচেষ্টা শুরু হয়।


ফিচার বলতে, একটা স্মার্ট ফোনে যা যা থাকা দরকার, তাই রয়েছে এই ফ্রিডম ২৫১ ফোনে। রয়েছে ৪ ইঞ্চি ডিসপ্লে, অ্যান্ড্রয়েড ললিপপ, ৩২ জিবি এক্সপ্যান্ডেবল মেমোরি, ৩.২ মেগাপিক্সেল ক্যামেরা, এছাড়াও আরও অনেক কিছু।