নিজস্ব প্রতিবেদন: ২০১৮ সালের সেপ্টেম্বরে ভারতে লঞ্চ করেছিল Samsung Galaxy A7। এই ফোনটির প্রধান আকর্ষণ হল এর উচ্চমানের ট্রিপল রিয়ার ক্যামেরা আর ২৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এ ছাড়াও একাধিক আকর্ষণীয় ফিচার রয়েছে এই ফোনে। এ বার এই ফোনের ট্রিপল রিয়ার ক্যামেরায় ৬৪ মেগাপিক্সেলের সেন্সর জুড়ে দিয়ে Galaxy A70S নামে নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে দক্ষিণ কোরিয়ার মোবাই ফোন প্রস্তুতকারী সংস্থা। তবে ক্যামেরায় ৬৪ মেগাপিক্সেলের সেন্সর ছাড়া Galaxy A70 ফোনের সঙ্গে Galaxy A70S ফোনের তেমন কোনও ফারাক নেই বলেই জানা গিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: এত সস্তায় পপ ক্যামেরা ফোন! নতুন স্মার্টফোনের বাজারে তাক লাগাল হুয়েই Y9 Prime


এ দিকে এই একই সেন্সর ব্যবহার করে আগামী ৮ আগস্ট নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Realme। Realme-র এই ফোনেও মিলবে ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর। Realme ছাড়াও Xiaomi-ও খুব শীঘ্রই Redmi ব্র্যান্ডের অধীনে প্রথম ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা-সহ স্মার্টফোন লঞ্চ করবে। তাই ৪ মেগাপিক্সেলের সেন্সর-সহ স্মার্টফোন লঞ্চের ক্ষেত্রে ইতিমধ্যেই কড়া প্রতিযোগিতার সম্মুখীন হয়েছে Samsung। কে কত আগে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা-সহ স্মার্টফোন লঞ্চ করতে পারে, চলছে তারই প্রতিযোগিতা। তবে স্মার্টফোনের দামের ক্ষেত্রেও জোড় টক্করের সামনে দাঁড়িয়ে Samsung, Realme আর Xiaomi।