ওয়েব ডেস্ক: এক কথায় বলুন, প্রযুক্তি কী? খুব সোজা ভাষায় বলা যায়- দূরত্ব ও সময়ের ব্যবধান যা কমায় তাই হল প্রযুক্তি। বোঝা গেল না? একটা উদাহরণ দিই-
চাকরির জন্য পরীক্ষা। কলকাতা থেকে উড়ে যেতে হবে ব্যঙ্গালুরু অথবা পুনে অথবা চেন্নাই। সময়ও খুব কম। যাওয়ার শ্রেষ্ঠ উপায় বিমান। সে তো অনেক খরচের। ট্রেনে গেলে সময়ও অনেকটা লাগে। তাহলে সময়, দূরত্বকে একেবারে হাতের মুঠোয় নিয়ে আসতে কী করবেন? যেটা করবেন, সেটা হল প্রযুক্তির সাহয্য নেবেন। উন্নত বিশ্ব তাই করে। আর উন্নতদের পথেই এবার উন্নতশীলরাও। স্কাইপে ভিডিও কলিংয়ের সুবিধা নিয়ে বাড়িতে বসেই কোম্পানির মুখোমুখি বসার সুযোগ করে দিয়েছে প্রযুক্তি। কমেছে খরচও। এবার আরও সহজ উপায়। স্কাইপ অনেকেই ব্যবহার করেন না। তবে হোয়াটস অ্যাপ তো ঘরে ঘরে। মোবাইলে মোবাইলে। পকেটে পকেটে। আর এই সহজলভ্য হোয়াটসঅ্যাপকে কাজে লাগিয়ে এবার চাকরির সাক্ষাৎকার। চাকরি হল ৬ বেকারের।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


আর যারা এই কম্মটি করে দেখালেন, তাঁরা মুম্বইয়ের জেভিয়ার্স ইনসটিউট। কমিউনিকেশন বিভাগ থেকে তৈরি করা হয়েছিল 'দ্য ইন্টার্নশিপ'একটা হোয়াটসঅ্যাপ টিম। তাঁরাই ইন্টারভিউ নিয়েছিল ও ৬ বেকারের। অবশেষে চাকরি।