নিজস্ব প্রতিবেদন: বিশ্বের প্রায় ২.৫ কোটি ফোনে ছড়িয়ে পড়েছে মারাত্বক ম্যালওয়ার। শুধু ভারতেই ১.৫ কোটি ফোনে আছে এই ম্যালওয়ার। Google Play Store-এর অ্যাপেও লুকিয়ে ম্যালওয়ার। গত সপ্তাহে এই রিপোর্ট প্রকাশ করে সাইবার সুরক্ষা সংস্থা Check Point। তার পরেই নড়েচড়ে বসল Google। Play Store থেকে তড়িঘড়ি মুছে ফেলা হল ১৬টি অ্যাপ। প্রতিটি অ্যাপ থেকেই ফোনে ম্যালওয়ার হানার সম্ভাবনা ছিল বলে জানা গিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সাইবার সুরক্ষা বিশেষজ্ঞদের দাবি, ফোনে একের পর এক নকল অ্যাপ ডাউনলোড করতে থাকে এই ক্ষতিকারক অ্যাপগুলি। পুরোচাই ব্যবহারকারীর অনুমতি ছাড়া। তার পরে নজরদারি চালানো হয় ব্যবহারকারীর ফোনের ব্যবহারের উপর। ফোনে কি সার্চ হচ্ছে, কি কেনা হচ্ছে, প্রতিটি বিষয়ে নজর রাখে এই ম্যালওয়ার। তারপর সেই ভিত্তিতে বার বার বিজ্ঞাপন আসতে থাকে ব্যবহারকারীর ফোনে। এমনকি ফোন ব্যবহার করার মাঝে মাঝেও ভেসে ওঠে বিরক্তিকর পপ-আপ। এই ভাবে চুরি হচ্ছে ব্যক্তিগত তথ্য। এমনকি চুরি হতে পারে ব্যাঙ্কিং-সংক্রান্ত তথ্যও।


আরও পড়ুন: চিপের সাহায্যে মানুষের মস্তিষ্কের সঙ্গে কম্পিউটার জুড়ে ফেললেন বিজ্ঞানীরা!


এ সকল কারণেই Play Store থেকে এই অ্যাপগুলি মুছে ফেলল Google। দেখে নিন ম্যালওয়ার আক্রান্ত সেই ১৬টি অ্যাপের তালিকা:--


১) Angry Virus,


২) Bio Blast - Infinity Battle Shoot virus,


৩) Ludo Master - New Ludo Game 2019 For Free,


৪) Sky Warriors: General Attack,


৫) Color Phone Flash - Call Screen Theme,


৬) Shooting Jet,


৭) Photo Projector,


৮) Gun Hero - Gunman Game for Free,


৯) Cooking Witch,


১০) Blockman Go: Free Realms & Mini Games,


১১) Crazy Juicer - Hot Knife Hit Game & Juice Blast,


১২) Clash of Virus,


১৩) Rabbit Temple,


১৪) Star Range,


১৫) Kiss Game: Touch Her Heart,


১৬) Girl Cloth Xray Scan Simulator।


আপনার ফোনে এই অ্যাপগুলি থাকলে ডিলিট করুন এখনই। না হলে মারাত্বক Agent Smith ম্যালওয়ারে আক্রান্ত হতে পারে আপনার স্মার্টফোন।