ওয়েব ডেস্ক: গুগলের ডুডলিং শ্রদ্ধার্ঘের তালিকায় আচার্য জগদীশ চন্দ্র বসু। বাঙালী বিজ্ঞানীর ১৫৮ তম জন্মদিন পালন করল গুগল। ডুডুলের মাধ্যমে জগদীশ চন্দ্র বসুকে তুলে ধরল গুগল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গুগল-এর উইন্ডো খুললেই দেখা যাচ্ছে ল্যাবরেটরিতে বসে রয়েছেন গুগল-এর উইন্ডো খুললেই দেখা যাচ্ছে ল্যাবরেটরিতে বসে রয়েছেন বিজ্ঞানী। তাঁর ডানদিকে সতেজ চারাগাছ। চারগাছের পাশে রাখা ক্রেস্কোগ্রাফ জগদীশচন্দ্র বসুই প্রথম প্রাণ করেছিলেন গাছেরও প্রাণ আছে, সঙ্গে আবিষ্কার করেন বৃদ্ধির হার মাপার যন্ত্র। ডুডলে সেটাই দেখানো হয়েছে।


আরও পড়ুন- ব্যাঙ্কে জমা দেওয়া চালু ও নতুন নোট তোলার ক্ষেত্রে নয়া নির্দেশিকা জারি রিজার্ভ ব্যাঙ্কের


ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স তাঁকে রেডিও বিজ্ঞানের জনক বলে অভিহিত করে। কলকাতায় প্রতিষ্ঠা করেন বোস ইনস্টিটিউট। বিজ্ঞানচর্চায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে আচার্য জগদীশ চন্দ্র বসু ইংল্যান্ডের রয়েল সোসাইটির ফেলো হিসেবে মনোনীত হন।  ১৯৩৭ সালের ২৩ নভেম্বর গিরিডিতে মৃত্যু হয় তাঁর।