ওয়েব ডেস্ক: অক্টোবরে দুটি নতুন ফোন বাজারে আনছে গুগল। ৫ অক্টোবর সম্ভবত আসছে Google Pixel 2, Pixel XL 2। এব্যাপারে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দেয়নি গুগল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

নতুন ফোনে থাকছে স্ন্যাপড্রাগন ৮৩৬ প্রসেসর। নোকিয়া ৮, এইচটিসি ইউ ১১ ও ওয়ান প্লাস ৫ এর মতো ফোনে এই প্রসেসর রয়েছে।  নতুন প্রসেসর ব্যবহার করলে ফোনের ব্যাটারির আয়ু বাড়াবে।


Pixel XL 2 তে থাকছে এলজি-র ৬ ইঞ্চি ডিসপ্লে। Pixel XL 2 তে দেওয়া হয়েছে ১২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। থাকছে এলইডি ফ্ল্যাশ। দুটি ফোনেই থাকছে ডুয়্যাল রিয়ার ক্যামেরা। 


আরও পড়ুন, মোবাইল ফোনের বিল আরও কমবে, কীভাবে জেনে নিন