ওয়েব ডেস্ক: গুগল ব্যবহারকারীদের কাছে সুখবর। এবার গুগল ব্যবহার আরও সহজ হয়ে গেল। আর শুধু অনলাইনেই নয়, অফলাইনেও ব্যবহার করতে পারবেন গুগল।


তথ্য পাওয়া গিয়েছে, গুগল এখন 'গুগল নাও' তৈরির কাজ করছে। এর মাধ্যমে অফলাইনেও গুগল ব্যবহার করা যাবে। তবে এই সুবিধা শুধুমাত্র অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাই পাবেন। জানা গিয়েছে, অফলাইনে গুগল ব্যবহার করার জন্য প্রচুর প্রসেসিং পাওয়ার এবং মেমোরির দরকার হয়। গুগল ইঞ্জিনিয়াররা তাঁদের তথ্যপ্রযুক্তিকে আরও শক্তিশালী করার কাজও শুরু করে দিয়েছেন। তাঁরা জানিয়েছেন, এরপর থেকে গুগলের টেকনোলজি এখনের তুলনায় আরও ফাস্ট হতে চলেছে।