নিজস্ব প্রতিবেদন: ২০১৭-র সেপ্টেম্বর মাসে লঞ্চ হয়েছিল Google-এর পেমেন্ট অ্যাপ Tez। আর লঞ্চ করার মাত্র দশ মাসের মধ্যেই ৫ কোটি ডাউনলোড-এর লক্ষমাত্রা ছুঁয়ে ফেলল এই অ্যাপ। সম্প্রতি Google-এর টুইটার হ্যান্ডেল থেকে Tez-এর ৫ কোটি ডাউনলোডের খবর জানানো হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এর আগে Google জানিয়েছিল, গত ডিসেম্বর মাসেই Google Tez-এর গ্রাহক সংখ্যা ছিল ১.২ কোটি। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত মোট ১৪ কোটি লেনদেন হয়েছিল এই অ্যাপের মাধ্যমে। Google-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই মুহুর্তে ভারতে Google Tez-এর মোট ১.৬ কোটি সক্রিয় গ্রাহক রয়েছে। Paytm, PhonePe, BHIM ইত্যাদি অ্যাপগুলির মতোই ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস (UPI) ব্যবহার করে Google Tez-এর মাধ্যমে টাকা ট্রান্সফার ও বিল পেমেন্ট করা যায়।


আরও পড়ুন: গুজব রুখতে ফরওয়ার্ডেড মেসেজের সংখ্যা বেঁধে দিল WhatsApp


ফেব্রুয়ারী মাসেই এই অ্যাপের সঙ্গে বিল পেমেন্টের ফিচার যোগ করা হয়েছে। Google Tez-এর সাহায্যে ইলেকট্রিক বিল, গ্যাসের বিল, ল্যান্ড লাইন বিল, পোস্টপেড মোবাইলের বিল, DTH সার্ভিসের বিল সহজেই মেটানো সম্ভব। সঠিক সময় বিলের টাকা মেটাতে বা লেট ফাইন-এর হাত থেকে বাঁচতে গ্রাহককে সঠিক সময় মনে করিয়ে দিতে পারে Google Tez।