নিজস্ব প্রতিবেদন: সম্প্রতি ভারতে বিক্রি শুরু হয়েছে Honda CB1000R+ মোটরসাইকেলের। এ বার বিশ্ব বাজারে Honda CB1000R+-এর লিমিটেড এডিশন লঞ্চ করতে চলেছে সংস্থা। আসুন এক নজরে দেখে নেওয়া যাক Honda CB1000R+ লিমিটেড এডিশনের স্পেসিফিকেশন...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Honda CB1000R+ লিমিটেড এডিশনের স্পেসিফিকেশন:


১) মোটরসাইকেলের লিমিটেড এডিশনে থাকছে ৯৯৮ সিসির চার সিলিন্ডারের লিকুইড কুল্ড ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে সর্বোচ্চ ১৪১ bhp শক্তি আর ১০৪ Nm টর্ক পাওয়া যাবে। সঙ্গে রয়েছে ৬ স্পিড ট্রান্সমিশন। সর্বোচ্চ ২২৫ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিতে ছুটবে এই মোটরসাইকেল।


২) প্রত্যেক মোটরসাইকেলের ফুয়েল ট্যঙ্কে থাকছে নিজস্ব সিরিয়াল নম্বর।


৩) এই মোটরসাইকেলে থাকছে ডুয়াল এক্সহস্ট। এর রেডিয়েটরে রয়েছে কার্বন ফাইবার।


৪) এই মোটরসাইকেলে রয়েছে ফ্লাই স্ক্রিন আর রেট্রো স্টাইল উইং।


আরও পড়ুন: তেল ছাড়াই চলবে Tata Altroz EV! খরচ ১ টাকা ৮৩ পয়সা প্রতি কিলোমিটার!


৫) ভারতের বাজারে ১৪.৪৬ লক্ষ টাকায় Honda CB1000R+ লঞ্চ করলেও বিশ্ব বাজারে এর লিমিটেড এডিশনের দাম কত হতে পারে তা এখনও জানা যায়নি। তবে বিশ্ব বাজারে এপ্রিল মাস থেকে বিক্রি শুরু হবে Honda CB1000R+ লিমিটেড এডিশন মোটরসাইকেলের। Honda CB1000R+ লিমিটেড এডিশনটি ভারতে লঞ্চ হবে কিনা তা এখনও জানা যায়নি।