১৬ মেগাপিক্সেলের পপ-আপ সেলফি ক্যামেরা, ৬ জিবি RAM-সহ ভারতে এল Honor 9X Pro!
আসুন এই ফোনের স্পেসিফিকেশন আর দাম সম্পর্কে জেনে নেওয়া যাক...
নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার ভারতে লঞ্চ হচ্ছে Honor 9X Pro। সম্প্রতি টুইট করে ভারতে Honor 9X Pro লঞ্চের খবর নিশ্চিত করেছে চিনের এই সংস্থাটি। আসুন এই ফোনের স্পেসিফিকেশন আর দাম সম্পর্কে জেনে নেওয়া যাক...
Honor 9X Pro-এর স্পেসিফিকেশন আর দাম:
১) Honor 9X Pro-এ রয়েছে ৬.৫৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ফোনের পাশে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
২) এই ফোনে থাকতে পারে Android 10, সঙ্গে থাকছে অক্টা-কোর প্রসেসর আর Kirin 810 চিপসেট।
৩) Honor 9X Pro-এ রয়েছে ৬ জিবি RAM আর ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।
৪) ফোনের ট্রিপল রিয়ার ক্যামেরায় থাকবে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে থাকছে ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গল সেন্সর আর ২ মেগাপিক্সেল ডেপ্ত সেন্সর। সঙ্গে থাকছে ১৬ মেগাপিক্সেলের পপ-আপ সেলফি ক্যামেরা।
আরও পড়ুন: মার্কিন সমীক্ষায় কোভিড অ্যাপ বানিয়ে শূন্য পেয়েছে চিন, ‘Aarogya Setu’ কত পেল জানেন?
৫) ফোনে রয়েছে ৪,০০০ mAh-এর শক্তিশালী ব্যাটারি। কানেক্টিভিটির জন্য থাকছে 4G LTE, Wi-Fi, Bluetooth, GPS/ A-GPS, USB Type-C পোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক।
৬) ভারতে এই ফোন ১৫,০০০ টাকা থেকে ২০,০০০ টাকা দামে লঞ্চ হতে পারে।