নিজস্ব প্রতিবেদন: ৮ এপ্রিল, সোমবার থেকে শুরু হচ্ছে Honor ‘গালা ফেস্টিভ্যাল সেল’। পাঁচ দিন ধরে চলবে এই ‘গালা ফেস্টিভ্যাল’। এই পাঁচ দিনে Amazon আর Flipkart থেকে Honor-এর স্মার্টফোন, ট্যাবলেট ইত্যাদি বিভিন্ন প্রোডাক্টে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Flipkart-এর পক্ষ থেকে জানানো হয়েছে, Honor 10 Lite, Honor 10 Lite আর Honor 9N-এর মতো স্মার্টফোনগুলি সস্তায় মিলবে এই ‘গালা ফেস্টিভ্যাল সেল’-এ। Flipkart-এ ইতিমধ্যেই একটি মাইক্রোসাইট তৈরি করা হয়েছে Honor-এর এই ‘গালা ফেস্টিভ্যাল সেল’-এর জন্য।


আরও পড়ুন: অবিশ্বাস্য কম দামে মিলছে ৩ জিবি RAM, ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা!


কিছুদিন আগে Xiaomi-র পর পর দু’টি ফ্ল্যাশ সেলে ব্যাপক সাড়া মিলেছে। Xiaomi-র একাধিক জনপ্রিয় স্মার্টফোনের স্টক নিমেষে ফুরিয়ে গিয়েছিল। এ বার Honor-এর ‘গালা ফেস্টিভ্যাল সেল’-এও ভাল ফল মিলবে বলে আসা সংস্থার। তবে Honor-এর কোন স্মার্টফোনে কত টাকার ছাড় মিলবে, তা এখনও জানা যায়নি।