ওয়েব ডেস্ক: অপেক্ষার অবসান। অবশেষে ঘোষণা হল সেই মহেন্দ্রক্ষণের। ২৪ অগস্ট থেকে অফলাইন এবং অনলাইন, দুই ভাবেই বুক করা যাবে জিও ফোন। জি নিউজের খবর অনুযায়ী এখন থেকেই নাকি প্রি-অর্ডারও নেওয়া শুরু করে দিয়েছে খুচরো ব্যবসায়ীরা।  আপনি কী এই জিও ফোন কিনতে ইচ্ছুক? তাহলে এই বিষয়গুলো অবশ্যই জেনে নিন-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


প্রথমত, জেনে নিন কবে এই জিও ফোন লঞ্চ করবে রিলায়েন্স? ১৫ অগস্ট, ২০১৭।
দ্বিতীয়ত, জানুন কবে থেকে বুক করা যাবে জিও ফোন? অনলাইন প্রি-বুকিং শুরু হবে ২৪ অগস্ট, ২০১৭ থেকে। 
তৃতীয়ত, কবে ডেলিভারি করা হবে এই জিও ফোন? এবছর সেপ্টেম্বর থেকেই শুরু হবে জিও মোবাইলের ডেলিভারি। 



 


অনলাইন বুকিং সিস্টেম- 


বেটা টেস্টিংয়ের জন্য ১৫ অগস্টই জিও ফোন লঞ্চ করবে রিলায়ন্সে। এরপর এক সপ্তাহ এই ফোন থাকবে টেস্টিং পিরিয়ডে। ২৪ অগস্ট থেকে সরকারিভাবে শুরু হবে বুকিং। তারপরের মাসেই নিজের হাতে জিও ফোন পেয়ে যাবেন আবেদনকারী গ্রাহকরা। এখনও পর্যন্তই এই পদ্ধতির কথাই জানা যাচ্ছে জি নিউজে। 


> অফিসিয়াল ওয়েবসাইটে যান [ jio.com অথবা jiofreephone.org]
> জিও ফ্রি মোবাইল ফোন রেজিস্ট্রেশনে ক্লিক করুন অথবা প্রি বুকিং বোতামে ক্লিক করুন 
> যা যা তথ্য সেখানে চাওয়া হবে তা সেখানে লিখুন [যোগাযোগের নম্বর, আধার ইত্যাদি]
> অবশ্যই লিখুন শিপিংয়ের ঠিকানা [কোথায় ফোন ডেলিভারি দেওয়া হবে]
> ডেবিট অথবা ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রি-বুকিংয়ের সিকিউরিটি ডিপোজিট ১৫০০ টাকা জমা করুন
> এই পদ্ধতিতেই বুক হয়ে যাবে আপনার জিও মোবাইল [যিনি প্রথম বুকিং করবেন তাঁকেই দেওয়া হবে প্রথম ডেলিভারি]   
  



 


অফলাইন বুকিং সিস্টেম- 


> কাছাকাছি রিলায়েন্স অনুমোদিত জিও রিটেলরের কাছে যান
> নিজের আধার কার্ড দিয়ে প্রি-অর্ডার করুন [একজন গ্রাহক একটি আধার কার্ড দিয়ে একটি জিও ফোনই বুক করতে পারবেন। অর্থাৎ একটি আধারে একটি জিও ফোনই পাওয়া যাবে।]
> নিজের আধার কার্ড দিয়ে অর্ডার দেওয়ার পর কম্পিউটর সিস্টেমে দেখে নিন তথ্য ঠিকঠাক দিয়েছেন কিনা
> এরপর একটি টোকেন নম্বর পাবেন আপনি 
> ফোন ডেলিভারির সময় ওই টোকেন নম্বর দেখিয়েই আপনি জিও ফোন পাবেন