ওয়েব ডেস্ক: প্রযুক্তির যুগে কোনটা আসল আর কোনটা নকল তা বোঝা বেশ কঠিন কাজ হয়ে গিয়েছে। কিছু কোম্পানি রয়েছে, যারা হুবহু আসল জিনিসটির মতো একটি নকল জিনিস তৈরি করে ফেলতে পটু। এর ফলে কোন জিনিসটা আসল আর কোনটা নকল তা আমরা বেশিরভাগ সময়েই বুঝতে পারি না। এই কোম্পানিগুলি সারা বিশ্বে ভালো ব্যবসাও করছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন জানুন কীভাবে স্মার্টফোনে একসঙ্গে একের বেশি Gmail অ্যাকাউন্ট ব্যবহার করবেন


কিন্তু আইফোন? আইফোনের ক্ষেত্রেও একই সমস্যা দেখা দিয়েছে। হুবহু আইফোনের মতো দেখতে নকল আইফোন বাজারে ছেয়ে গিয়েছে। কিন্তু কোনটা আসল আইফোন আর কোনটি নকল তা বোঝার কিছু কায়দাও রয়েছে। জেনে নিন কীভাবে আসল আইফোন আর নকল আইফোনের মধ্যে ফারাক বুঝবেন।