ওয়েব ডেস্ক : অঝোরে বৃষ্টি পড়ছে। কিন্তু ফোনটা বাড়িতে রেখে যাওয়া যাবে না। হাজারো একটা কাজের ফোন আসে। তারউপর উঠতি জেনারেশনের চাই, বৃষ্টি-সেলফি। কিন্তু, শখের ফোনটা বৃষ্টিতে ভিজে গেলেও তো মুশকিল! কী করা যায়? কী করে বৃষ্টির দিনে নিজের ফোনকে ভালো রাখবেন?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) বৃষ্টির দিনে বাইরে বেরনোর সময় নিজের জন্য যেমন মনে করে ছাতা নেন, সেইরকম ফোনের জন্য একটা জিপলক নিতে ভুলবেন না।


২) যত দরকারই থাকুক, কখনও বৃষ্টির মধ্যে কথা বলতে বলতে হাঁটবেন না। কোথাও দাঁড়িয়ে আগে কথা শেষ করে নিন।


৩) একটা ওয়াটারপ্রুফ কভারে ফোন ঢেকে নিয়ে বৃষ্টির মধ্যে কথা বলা উচিত।


৪) যদি হাঁটতে হাঁটতে বা গাড়ি চালাতে চালাতে কথা বলা একান্ত প্রয়োজনীয় হয়, তবে ব্লু-টুথ হেটসেট ব্যবহার করুন।


৫) এখন ওয়াটারপ্রুফ স্মার্টফোনও বাজারে পাওয়া যায়। তাই এবার ফোন কেনার সময় দেখে নিন আপনার ফোনটি ওয়াটারপ্রুফ কিনা।