মোবাইলে দেখুন চন্দ্রযান-২ উৎক্ষেপণের Live স্ট্রিমিং! জেনে নিন পদ্ধতি
বাড়িতে বসে নিজের স্মার্টফোনেই দেখতে পাবেন চন্দ্রযান-২-এর উৎক্ষেপণ।
নিজস্ব প্রতিবেদন: বাড়িতে বসে নিজের স্মার্টফোনেই দেখতে পাবেন চন্দ্রযান-২-এর উৎক্ষেপণ। একাধিক লাইভ স্ট্রিমিং-এর মাধ্যমে সাক্ষী থাকতে পারবেন ভারতের দ্বিতীয় চন্দ্রযানের উড়ানের।
সোমবার দুপুর ২টো ৪৩ মিনিটে উৎক্ষেপণ চন্দ্রযান-২-এর। ঐতিহাসিক মূহুর্তের সাক্ষী থাকতে শ্রীহরিকোটার ভিউয়িং গ্যালারিতে উপস্থিত থাকবেন প্রায় ৭,৫০০ দর্শক। অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে সচক্ষে উৎক্ষেপণ দেখার সুযোগ পাবেন তাঁরা। তবে, শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রে উপস্থিত না থাকলেও নিরাশ হওয়ার কিছু নেই। দুধের স্বাদ মিটবে ঘোলে। আপনার স্মার্টফোনেই দেখতে পাবেন উৎক্ষেপণ।
কী ভাবে লাইভ দেখবেন চন্দ্রযান-২-এর উৎক্ষেপণ?
১) ইসরোর টুইটার ও ফেসবুক পেজে উৎক্ষেপণের লাইভ স্ট্রিমিং দেখা যাবে।
২) দূরদর্শনের ইউটিউব পেজে লাইভ সম্প্রচারিত হবে উৎক্ষেপণের দৃশ্য। ২টা ১০ মিনিট থেকে লাইভ স্ট্রিমিং শুরু করা হবে বলে জানিয়েছে দূরদর্শন। সরাসরি দেখতে পাবেন ইসরোর কন্ট্রোল রুমের দৃশ্য। থাকবে ধারাভাষ্য।
আরও পড়ুন: চন্দ্রযান-২: সচক্ষে উৎক্ষেপণ দেখতে শ্রীহরিকোটায় হাজির থাকবেন ৭,৫০০ দর্শক
ইতিমধ্যে রকেটে তরল হাইড্রোজেন ভরার কাজ শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছে ইসরো।
ভারতের দ্বিতীয় চন্দ্রযানের অভিযানকে সফল করতে তুমুল ব্যস্ততা শ্রীহরিকোটায়। শেষ মূহুর্তের জন্য রকেটের বিভিন্ন যন্ত্রাংশ যাচাই করে নিচ্ছেন বিজ্ঞানীরা। জ্বালানি ভরা হচ্ছে রকেটে। ১৬ মিনিটের উড়ানের পর চন্দ্রযান-২-কে মহাকাশে নির্দিষ্ট কক্ষপথে পৌঁছে দেবে জিএসএলভি মার্ক থ্রি রকেট। ১৫ জুলাইয়ের বদলে ২২ জুলাই উৎক্ষেপণ হলেও চন্দ্রযানের ল্যান্ডারের অবতরণের দিন থাকছে অপরিবর্তিত। ইসরো প্রধান কে শিভান বলেন, "আগের ঠিক হওয়া তারিখ অর্থাত্, ৬ বা ৭ সেপ্টেম্বর চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করবে চন্দ্রযান-২-এর ল্যান্ডার।"