ওয়েব ডেস্ক: HTML নাকি এক রকমের যৌন সংক্রামক রোগ। আর "gigabyte" হল একধরণের পতঙ্গ যা সাধারণত দক্ষিণ আমেরিকার বিভিন্ন এলাকায় দেখা যায়, হ্যাঁ এরকমই অবাক করার মতো উত্তর উঠে এসেছে আমারেরিকায় করা একটি সমীক্ষায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভাউচারক্লাউড ডট নেট নামক একটি ওয়েবসাইটের তরফে এই সমীক্ষা করা হয়। তাদের উদ্দেশ্য ছিল প্রযুক্তি ব্যবহারকারীদের মধ্যে কতটা জ্ঞান-গম্মি আছে সংশ্লিষ্ট বিষয়ে তা বোঝা। আর তার থেকেই উঠে এসেছে অবাক করার মতো এইসব উত্তর। এখানেই শেষ নয় দেখে নিন তারা আর কী কী অসাধারণ উত্তর দিয়েছেন-


১) যাদের মধ্যে সমীক্ষা হয়, তাঁদের ৭৭% SEO কী তাই জানেন না। SEOএর পুরো কথা Search-Engine Optimization.


২) ১১ শতাংশ মনে করেন HTML একধরণের সংক্রামক যৌন রোগ যা আসলে ওয়েবসাইট তৈরীর একটি ল্যাঙ্গুয়েজ।


৩) এদের মধ্যে ৪২ শতাংশ মানুষ বিশ্বাস করেন যে 'মাদারবোর্ড' হল জাহাজের ডেক।


৪) ১৫ শতাংশের কাছে "software" হল আরামদায়ক পোশাক। যেখানে  "software" হল কম্পিউটার প্রোগ্রামের ক্ষেত্রে একাটা চালু শব্দ।


৫) ১২ শতাংশের মতে 'USB' হল কোনও ইউরোপীয় দেশের নামের সংক্ষিপ্ত রূপ।


তাহলে ভেবে দেখুন, প্রথম বিশ্বের ঝাঁ চকচকে সিলিকন ভ্যালির দেশে প্রযুক্তির ব্যাপারে সাধারণের মধ্যে কতটা অন্ধকার।