নিজস্ব প্রতিবেদন: কমবেশি সব স্মার্টফোনেই এখন ডিসপ্লের আকার বেশ বড়। তবুও, বিশেষ কিছু কাজের জন্য আরও বড়ো কোনও ডিসপ্লের প্রয়োজন হয়। ই-বুক পড়া, গেম খেলা, ছবি আঁকা, সিনেমা দেখা ইত্যাদি কাজের জন্য প্রয়োজন হয় ট্যাবলেটের। অথচ, বাজারচলতি বেশিরভাগ ট্যাবলেটের দামই বেশ চড়া। মধ্যবিত্তদের পকেটের কথা মাখায় রেখে তাই নতুন ট্যাবলেট আনল  Huawei। মিড-সেগমেন্টে MediaPad T5 লঞ্চ করল Huawei। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

দেখে নিন Huawei MediaPad T5-এর স্পেশিফিকেশন- 


১) ট্যাবলেটটিতে আছে ১০.১ ইঞ্চি ফুল এইচ-ডি IPS ডিসপ্লে। স্ক্রিন টু বডি রেশিও ৭৬.৪%। স্ক্রিনের রেজোলিউশান ১৯২০x১২০০ পিক্সেল। 


২) ২ জিবি RAM + ১৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ এবং ৩ জিবি RAM + ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে MediaPad T5। ফোনের ইন্টার্নাল স্টোরেজ MicroSD কার্ডের সাহায্যে ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।


আরও পড়ুন: মধ্যবিত্তদের পকেট-সই দামে লঞ্চ হল Redmi 7A


৩) প্রসেসর Octa core (1.95 GHz)।


৪) ছবি তোলার জন্য থাকছে ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। সেলফির জন্য থাকছে ২ মেগাপিক্সেল ক্যামেরা। 


৫) থাকছে ৫,১০০ mAh-এর দীর্ঘস্থায়ী নন রিমুভেবল ব্যাটারি। 


৬) অপারেটিং সিস্টেম Android 8.0। 


৭) ভারতে Huawei MediaPad T5-এর দাম শুরু হচ্ছে ১৪,৯৯০ টাকা থেকে। ১০ জুলাই থেকে Amazon.in-এ পাওয়া যাবে এই ট্যাবলেট।