ওয়েব ডেস্ক: এখন পর্যন্ত ব্রহ্মাণ্ডের দূরতম তারার দেখা পেল হাবল স্পেস টেলিস্কোপ। ইকারাস নামে নক্ষত্রটির পৃথিবী থেকে দূত্ব ৯৩০ আলোকবর্ষ। এর আগে এত দূরবর্তী কোনও তারার দেখা পায়নি মানব সভ্যতা। 
গবেষকরা জানাচ্ছেন এর আগে দূরতম যে তারার ছবি তুলতে পেরেছিল মানুষ ইকারাস তার থেকে ১০ গুণ দূরে অবস্থিত। এই তাকে ব্যবহার করে মহাবিশ্বে ডার্ক ম্যাটার সংক্রান্ত গবেষণা চালাতে চান বিজ্ঞানীরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


গবেষকরা বলছেন, সাধারণ এত দূরের তারার আলাদা করে ছবি তোলা সম্ভব হয় না। নীহারিকার মধ্যে মিশে থাকে তারাগুলি। কিন্তু ৫০০ আলোকবর্ষ দূরে একটি নীহারিকার মহাকর্ষজ বল আতসকাচের মতো কাজ করায় পৃথিবী থেকে ব্যতিক্রমী রকম বড় দেখাচ্ছে ইকারাসকে। 
সাধারণভাবে পৃথিবীর চারি দিকে ব্রহ্মাণ্ডে কয়েক শ' আলোকবর্ষ পর্যন্ত সুস্পষ্টভাবে দেখতে পায় মানুষ। ব্রহ্মাণ্ডের দূরতম কোণে ছবি তোলার প্রযুক্তি এখনো অধরা সভ্যতার কাছে।