ওয়েব ডেস্ক : জনপ্রিয় শপিং পোর্টাল ফ্লিপকার্ট তাদের রিটার্ন পলিসিতে বেশ বড়সড় পরিবর্তন আনছে। জুলাই থেকে লাগু হবে এই নতুন রিটার্ন পলিসি। কী হচ্ছে নতুন পলিসি?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আগে ফ্লিপকার্টে অনলাইনে কোনও জিনিস কেনার পর একমাসের মধ্যে তা রিটার্ন করা যেত। এবার সেই নিয়ম বদলাচ্ছে। নতুন পলিসিতে কোনও জিনিস কেনার পর রিটার্ন করতে হবে ১০ দিনের মধ্যে। তবে, মূলত সবচেয়ে বেশি বিক্রি হয় যে প্রোডাক্টগুলি, তাদের ফেরত দেওয়ার ক্ষেত্রেই এই পরিবর্তন আনছে ফ্লিপকার্ট। নতুন রিটার্ন পলিসির আওতায় পড়বে ইলেকট্রনিক্স, বই, মোবাইল ফোন প্রভৃতি। অন্য প্রোডাক্টের ফেরতের ক্ষেত্রে অবশ্য আগের নিয়মই বহাল থাকছে।যারমধ্যে রয়েছে পোশাক, জুতো, ঘড়ি, প্রসাধনী, অ্যাসেসরিজ, গয়না প্রভৃতি।


একইসঙ্গে ফ্লিপকার্টের মাধ্যমে পণ্য বিক্রি করছেন যেসব কোম্পানি, তাদের ২০ জুন থেকে বেশি কমিশন দিতে হবে। সম্প্রতি কমিশন রেট বাড়িয়েছে আরেক অনলাইন শপিং জায়ান্ট অ্যামাজনও।