ওয়েব ডেস্ক : একের পর এক প্ল্যান ঘোষণা করে প্রতিযোগী টেলিকম সংস্থাগুলোর ঘুম কেড়ে নিয়েছে জিও।  জিও তাদের প্রাইম মেম্বারশিপ প্ল্যান ঘোষণা করতেই ঝাঁপিয়ে পড়েছে অন্য সংস্থাগুলি। জিও প্রাইমের ২৮ দিনে ২৮ জিবি ডেটা প্ল্যানকে টেক্কা দিতে একইরকম ডেটা প্যাক নিয়ে আসছে ভোডাফোন, এয়ারটেল। এবার সেই তালিকায় আইডিয়া সেলুলারও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আইডিয়ার তরফে ঘোষণা করা হয়েছে, এখন থেকে দিনে ৫০০ এমবি করে ডেটা ও যেকোনও নেটওয়ার্কে আনলিমিটেড ফ্রি কল করার সুবিধা গ্রাহকরা উপভোগ করতে পারবেন মাত্র ৩৪৮ টাকার রিচার্জে। অর্থাত্ ২৮ দিনে মোট ১৪ জিবি ডেটা দিচ্ছে আইডিয়া। তবে আইডিয়ার এই অফার সব গ্রাহকদের জন্য নয়। পাবেন নির্দিষ্ট কিছু কাস্টমার।


আরও পড়ুন, ২৮ দিনে ২৮ জিবি ডেটা, জিওর থেকেও সস্তা ভোডাফোনে