নিজস্ব প্রতিবেদন: ডিজিটাল ইন্ডিয়ার লক্ষ্যে এগিয়ে যেতে বদ্ধপরিকর মোদী  সরকার। আজ বাজেট পেশে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান, গ্রাম ও শহরের মধ্য়ের ডিজিটাল প্রযুক্তির পার্থক্য কমিয়ে ফেলাই সরকারের লক্ষ্য। প্রতিটি পঞ্চায়েতে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিতে উদ্যোগী সরকার। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সীতারমণ জানান, 'ভারত নেট প্রকল্প'-এর মাধ্যমে আগামী বছরগুলিতে ডিজিটাল ইন্ডিয়ার পরিকল্পনা বাস্তবায়নের গতি  বাড়বে। গ্রামীণ ভারতের প্রতিটি অংশে প্রযুক্তি ও ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার ব্লু প্রিন্ট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।


ভারতের প্রায় ২.৫ লাখ গ্রামকে ইন্টারনেটের মাধ্য়মে জুড়ে ফেলতে চাইছে সরকার। ডিজিটাল ইন্ডিয়া-এর বাস্তবায়নের ক্ষেত্রে যা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। প্রতিটি গ্রামে অপটিক্যাল ফাইবারের সাহায্যে উচ্চ-গতির ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দেওয়া হবে। সরকারি তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত প্রায় ৩,৩৩,১৯৫ কিলোমিটার অপটিকাল ফাইবারের মাধ্য়মে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে ১,২৮,১১৮ টি গ্রামে। 


আরও পড়ুন: বুধবার কেন গোলযোগ ফেসবুক, হোয়াটসঅ্যাপ-এ? জেনে নিন...


এ দিন বাজেটে পেশের সময়ে সীতারমণ প্রধানমন্ত্রী গ্রামীন ডিজিটাল সাক্ষরতা অভিযানের সাফল্যের কথা তুলে ধরেন।  তিনি বলেন,"ইতিমধ্যেই  দুই কোটিরও বেশি গ্রামীণ বাসিন্দা ডিজিটাল সাক্ষরতা লাভ করেছেন।" ভারতের প্রত্যন্ত গ্রামাঞ্চলে দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দেওয়ার মাধ্যমেই তা সম্ভব হয়েছে।


সকল পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে  ২০২০ সালের সময়সীমা বেঁধে দিয়েছেন সীতারমণ। প্রসঙ্গত, এই সময়সীমার মধ্যেই ভারতে ৫জি চালুর হওয়ার উপযুক্ত পরিকাঠামো গড়ে তুলতে চাইছে মোদী সরকার। ভারতে দ্রুত ৫জি চালু করার মাধ্যমে অন্যান্য দেশগুলিকে পাল্লা দিতে চাইছে সরকার।